Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘লিখে রাখুন…’, শুভেন্দুকে নিয়ে ‘বড়’ খবর দিয়ে দিলেন কুণাল

Kunal Ghosh: সামনের বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে চলতি বছরে আর কোনও ভোট নেই। কিন্তু তাতে কী! শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি, এখন থেকেই উঠে পড়ে লেগেছে। এই আবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি থাকবে না, আর বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীও থাকবেন না।

Kunal Ghosh: 'লিখে রাখুন...', শুভেন্দুকে নিয়ে 'বড়' খবর দিয়ে দিলেন কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল রাজ্য সম্পাদকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2025 | 9:55 AM

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে আগাম ভবিষ্যবাণী করে দিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবরও। তাঁর দাবি, নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন, তেমনই ফের জিতে এ রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল। আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “লিখে রাখুন বিরোধী দলনেতার পদটাই থাকবে না…।”

সামনের বছরই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে চলতি বছরে আর কোনও ভোট নেই। কিন্তু তাতে কী! শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি, এখন থেকেই উঠে পড়ে লেগেছে। এই আবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি থাকবে না, আর বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীও থাকবেন না। এ দিন, কুণাল বলেছেন, “২০২৬ সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে। আর নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় থাকবেন। শুভেন্দু অধিকারী পরাজিত হবে।”

এরপর আত্মবিশ্বাসী কুণাল বলেন, “লিখে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। তবে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার, পরষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি ২৬ সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। চ্যালেঞ্জ করে বলছি।”

অপরদিকে, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “কুণাল ঘোষ অনেক কিছুই বলেন। ওর বলার উপরে ট্যাক্স লাগাতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি এটা কুণাল বলেছিলেন। কখন কী বলেন তার কথার কোনও ঠিক নেই।”