TMC: ‘মমতা কেন্দ্রে ক্ষমতায় এলে, ভারত বিশ্বকাপ ফুটবল খেলবেই’, দাবি শাসক বিধায়কের
TMC on Football: শনিবার রাজারহাট নিউটাউন এলাকায় এমএলএ কাপ ফুটবলের উদ্বোধনে এসে এমনই দাবি করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী।
কলকাতা: কিছুদিন আগেই মরুদেশ কাতারে শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। বিশ্ব ফুটবলের মহারণে ভারতের প্রতিনিধিত্ব না থাকার আক্ষেপ বাঙালির বহুদিনের। আর ফুটবলপ্রিয় বাঙালির সেই আবেগকেই এবার হাতিয়ার করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। বললেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যদি কোনওদিন কেন্দ্রের দায়িত্ব পান, আমার স্থির বিশ্বাস ভারতবর্ষের ফুটবল বিশ্বকাপের আসরে যাবেই যাবে।” শনিবার রাজারহাট নিউটাউন এলাকায় এমএলএ কাপ ফুটবলের উদ্বোধনে এসে এমনই দাবি করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী।
নারায়ণ গোস্বামীর পাশাপাশি এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্বহা সিদ্দিকীও। তাঁর গলাতেও বিশ্বকাপে ভারত অংশগ্রহণ করতে না পারার আক্ষেপ। বললেন, পৃথিবীর অন্যান্য দেশ যখন বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করেছিল, কোনও দেশে চার কোটি, দেড় কোটি, মানুষ বাস করে। তারা বিশ্বকাপ খেলায় চান্স পায়। খুব দুঃখের সঙ্গে বলছি আমরা এই ভারতবর্ষ, যেখানে ১৩০-১৩৫ কোটি মানুষের বাস, সেই দেশ বিশ্বকাপে চান্স পাই না।”
এদিন এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত বসু, রথীন ঘোষ, আরাবুল ইসলাম, জয়প্রকাশ মজুমদাররাও। ঘোড়ার গাড়ি করে সুজিত বসু ও দীপক অধিকারী গোটা মাঠ পরিদর্শন করেন এবং বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নারায়ণ গোস্বামীর এই মন্তব্যের পর রাজ্যের ক্রীড়াক্ষেত্রের অবস্থার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পদ্ম শিবিরের নেতারা। যদিও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর এই বক্তব্যের পর বিজেপির বারাসত জেলা সভাপতি তাপস মিত্র বলেন, “ওরা এখন আকাশ কুসুম স্বপ্ন দেখছেন। নারায়ণবাবুদের এখন মাথার ঠিক নেই। দুদিন পর বাংলার থেকে বিদায় নিতে হবে। বাংলার সর্বনাশ করে এখন ভারতের চিন্তা করছেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। বাংলার মানুষ আজ ভুক্তভোগী। ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সর্বত্র রাজনীতিকরণ করা হয়েছে এবং বাংলাকে সর্বস্বান্ত করা হয়েছে।”