TMC meets Ananda Bose: কলকাতায় ফিরলেন রাজ্যপাল, রাতেই দেখা করবেন অভিষেকদের সঙ্গে? কী বলছে তৃণমূল?
TMC meets Ananda Bose: দার্জিলিং থেকে ফিরে তৃণমূল নেতারা জানালেন যত দ্রুত সম্ভব কলকাতায় ফিরে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।
কলকাতা: রাজ্যপাল কলকাতায় না ফেরা পর্যন্ত সরবেন না ধরনা মঞ্চ থেকে। এই পন নিয়েই রাজভবনের সামনে বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিকে, রাজ্যপাল দার্জিলিং থেকে দিল্লি, পরে আবারও উত্তরবঙ্গে যান। কলকাতায় ফেরেননি। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। দার্জিলিং থেকে ফিরে তৃণমূল নেতারা জানান, কলকাতায় ফিরে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। আর রবিবার রাতেই কলকাতায় ফিরলেন রাজ্যপাল। রাতেই কি তিনি দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে?
রাজ্যপাল কলকাতায় পা রাখার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “ফিরে এসে দেখা করবেন রাজ্যপাল।” এর আগে রাজ্যপাল বলেছিলেন, বাইরে বসে থাকবেন কেন, ঘরে আসুন। প্রদীপ মজুমদারের দাবি, রাজ্যপাল সেই একই কথার পুনরাবৃত্তি করায় তিনি বলেছেন, “আপনি তো নিজেই ঘরে নেই, তাহলে আপনার ঘরে কী করে যাব। আপনি তাড়াতাড়ি ফিরুন। তৃণমূলের প্রতিনিধিরা, বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত মানুষ ওখানে বসে রয়েছেন। তাঁরা আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তৃণমূলের এই অনুরোধে রাজ্যপাল রাজি হয়েছেন বলেই দাবি প্রদীপ মজুমদারের।
তবে রবিবার রাতে কলকাতায় ফিরলেও রাজ্যপাল সাক্ষাৎ করতে পারবেন কি না, তা বলতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কী করে বলব বলুন তো? রাজ্যপাল তো বলছেন না কখন, কোন সময়ে দেখা করবেন। সেটা আমি কী করে বলব।”
কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগ নিয়েই দিল্লিতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করায় কলকাতায় ফিরে অভিষেক ধরনায় বসেন। রাজ্যপালের মাধ্যমে সেই বঞ্চিতদের চিঠি কেন্দ্রের কাছে পাঠাতে চান অভিষেক।