Manik Bhattacharya: ‘বাঁদর মাথায় কবে পৌঁছবে?’ তৈলাক্ত বাঁশের পাটিগণিত তৃণমূলের মানিকের মুখে
Kuntal Saha: অন্যদিকে এদিন কুন্তল ঘোষের আইনজীবী আদালতে সওয়াল করেন, "ইডি এখনও তদন্ত চলছে বলে দাবি করছে। আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হচ্ছে। তদন্ত কবে শেষ হবে আর বিচারই বা কবে হবে?" আদালত থেকে বেরিয়ে এদিন কুন্তল বলেন, ফাঁদে পড়ে আছি। বিচার পাচ্ছি না।' একইসঙ্গে ২১ জুলাই নিয়ে জানতে চাওয়া হয়। সাংবাদিকরা প্রশ্ন করেন, '২১ জুলাই থাকতে পারছেন না খারাপ লাগছে না?' কুন্তল জবাব দেন, মন খারাপ।
কলকাতা: তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। নিয়োগ কেলেঙ্কারিতে আপাতত জেলে তিনি। বিচার চলছে তাঁর। শনিবার ছিল আদালতে হাজিরা। সেখান থেকে বেরিয়ে মানিক বলেন, ”তৈলাক্ত বাঁশে উঠছি দু’ফুট। নামছি এক ফুট। তাহলে মাথায় বাঁদর কবে পৌঁছবে?” আদালতে ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। চার্জ গঠনের সময় এলেই ইডি ‘তদন্ত চলছে’ বলে দেয়, দাবি মানিকের।
বিশেষ ইডি আদালতে এদিন পেশ করা হয় মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষকে। মানিক এদিন নিজেই নিজের হয়ে সওয়াল করেন। মানিক বলেন, ”দিনের পর দিন ইডি বলছে তদন্ত চলছে। আগে এমন রায়ের উদাহরণ আছে যেখানে বলা হয়েছে অভিযুক্তকে প্রতিবার জেল হেফাজতের আগে তাঁর বিরুদ্ধে কী তথ্য রয়েছে তা জানাতে হবে। আদালত চাইলে ইডির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে। আমার বর্তমান পরিস্থিতি সেই তৈলাক্ত বাঁশ আর বাঁদরের বাঁশে চড়ার পাটিগণিতের অঙ্কের মতো হয়ে গিয়েছে। চার্জ গঠনের সময় এলেই ইডি দাবি করছে যে তাদের তদন্ত চলছে। হুজুর আমি দিনের পর দিন জেল হেফাজতের রয়েছি। আমি যেন বিচার থেকে বঞ্চিত না হই।”
অন্যদিকে এদিন কুন্তল ঘোষের আইনজীবী আদালতে সওয়াল করেন, “ইডি এখনও তদন্ত চলছে বলে দাবি করছে। আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলা হচ্ছে। তদন্ত কবে শেষ হবে আর বিচারই বা কবে হবে?” আদালত থেকে বেরিয়ে এদিন কুন্তল বলেন, ফাঁদে পড়ে আছি। বিচার পাচ্ছি না।’ একইসঙ্গে ২১ জুলাই নিয়ে জানতে চাওয়া হয়। সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘২১ জুলাই থাকতে পারছেন না খারাপ লাগছে না?’ কুন্তল জবাব দেন, মন খারাপ।