Covid Update: ফের বাংলায় ডাবল সেঞ্চুরি করোনার, পজেটিভিটি রেট নিয়েও বাড়ছে চিন্তা
Kunal Ghosh: বাংলার পাশাপাশি দেশেও বাড়ছে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন।
কলকাতা: পোলিও বিড়ম্বনার মধ্যে কোভিডেও (Covid in West Bengal) চিন্তার ভাঁজ। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসনেরও। গত কয়েক দিনের রিপোর্ট বলছে ফের রাজ্যজুড়ে চওড়া হচ্ছে কোভিডের থাবা। বর্তমানে গোটা বাংলায় তিন শতাংশের কাছাকাছি রয়েছে কোভিড পজিটিভিটি রেট। ১৫ জুনের কোভিড রিপোর্ট বলছে রাজ্য়ে নতুন করে করোনার কবলে পড়েছেন ২৩০ জন। এখনও পর্যন্ত রাজ্যে যেখানে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২০ হাজার ৭৭৪ জন।
অন্যদিকে ১৪ জুন পর্যন্ত রাজ্যে করোনার কারণে মারা গিয়েছেন ২১ হাজার ২০৬ জন। ১৫ জুন মারা গিয়েছেন ১ জন। বর্তমানে রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.০৫ শতাংশ। অন্যদিকে গতকালের রিপোর্ট বলছে, রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.৮৫ শতাংশ। পজেটিভিটি রেট রয়েছে ২.৯৫ শতাংশ। তাতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের ভূমিকা। যে গতিতে করোনা বাড়ছিল তাতে বুধবার যে তা দুশোর গণ্ডি ছাড়াতে পারে সে আশঙ্কা আগেই করা হয়েছিল। ইতিমধ্যেই, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় হাফ সেঞ্চুরি করেছে উত্তর ২৪ পরগণা। এদিকে নভোটেলে কোভিড আক্রান্ত হয়েছেন আট বিদেশি, এমনটাই খবর স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। এদিকে বুধবার দিনভর গোটা রাজ্যে ৫২ হাজার ৮৭০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে বাংলার পাশাপাশি দেশেও বাড়ছে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কারণে মারা গিয়েছেন ১৫ জন। তার জেরে বাংলার সঙ্গেই উদ্বেগ বেড়েছে গোটা দেশেই। অন্যদিকে বর্তমানে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৩ হাজারেরও বেশি। বাংলার পাশাপাশি করোনা কাঁটায় নতুন করে বিদ্ধ হয়েছে তামিলনাড়ু, গোয়া, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনাও।