Left Party: ‘রাশিয়া-চিনের দেখানো পথে হেঁটেই আজ এই অবস্থা বামেদের’, বলছেন কিরণময়

Left Party: বামেদের বিরুদ্ধে খানিক সুরেই কিরণময় বলেন, রাশিয়া-চিনের সমাজতন্ত্রের দেখানো পথে হাঁটতে গিয়েই আজ বামেদের ভারতে এই দুর্দশা। কিরণময়ের কথায়, “এরা আমাদের দেশের কথা ভাবেনি। এরা আলোচনা করেছে রাশিয়ার কথা, এরা আলোচনা করেছে চিনের কথা। রাশিয়া অথবা চিনে যেভাবে সমাজবাদ প্রতিষ্ঠা হয়েছিল সেভাবে এখানে ওরা সমাজবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।”

Left Party: ‘রাশিয়া-চিনের দেখানো পথে হেঁটেই আজ এই অবস্থা বামেদের’, বলছেন কিরণময়
কিরণময় নন্দ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 2:12 PM

কলকাতা: এগারোর বিধানসভা নির্বাচন থেকে চব্বিশের লোকসভা নির্বাচন, রক্তক্ষরণ যেন থামছেই না বামেদের। শুধু বাংলা নয়, কার্যত গোটা দেশেই একই অবস্থা। এদিকে উত্তর প্রদেশে আবার শক্তি বাড়িয়ে ফেলেছে সমাজবাদী পার্টি। তবে সেই দলে যাওয়ার আগে দেওয়ার আগে দীর্ঘ সময় ঘুরেছেন বঙ্গ রাজনীতির অলিতেগলিতে। এখন সমাজবাদী পার্টির একেবারে প্রথমসারির নেতা। সেই কিরণময় নন্দ বামেদের এই লাগাতার পরাজয়ের পিছনে বামেদেরই একাধিক নীতিকে দুষছেন। তাঁর স্পষ্ট কথা, এখন বাম নেতারা জাতীয়তাবাদের কথা বললেও অনেক দেরি হয়ে গিয়েছে। আর নিচ্ছে না মানুষ। 

টিভি ৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিরণময় বলেন, “একটা ফ্রন্ট যখন আস্তে আস্তে পিছনের দিকে চলে যায় তা একদিনে হয় না। আস্তে আস্তে তাঁদের কাছের দ্বারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে। মানুষ কী চায় সেটা যদি না বুঝি তাহলে তো আস্তে আস্তে মানুষ থেকে সরে যাব। এখন সিপিএম জাতীয়তাবাদের কথা বলছে। জাতীয় সঙ্গীতের কথা বলছ, জাতীয়তাবাদী নেতাদের কথা বলছে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে।”

বামেদের বিরুদ্ধে খানিক সুরেই তিনি বলেন, রাশিয়া-চিনের সমাজতন্ত্রের দেখানো পথে হাঁটতে গিয়েই আজ বামেদের ভারতে এই দুর্দশা। কিরণময়ের কথায়, “এরা আমাদের দেশের কথা ভাবেনি। এরা আলোচনা করেছে রাশিয়ার কথা, এরা আলোচনা করেছে চিনের কথা। রাশিয়া অথবা চিনে যেভাবে সমাজবাদ প্রতিষ্ঠা হয়েছিল সেভাবে এখানে ওরা সমাজবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু, ভারতের মাটিটা একটু অন্যরকম। এখানে যদি গৌতম বুদ্ধকে আপনি অস্বীকার করেন তাহলে চলবে না।  এখানে মানুষ ইশ্বর বিশ্বাসী। আপনি যদি মনে করেন ইশ্বরের সঙ্গে মানুষের কোনও সম্পর্ক নেই তাহলে মানুষ সেটা গ্রহণ করবে না।” তাহলে কোন রাস্তায় হেঁটে লোকসভা ভোটে বড় সাফল্য পেল সমাজবাদী পার্টি? সিপিএমের সমালোচনা করতে করতেই তিনি বলেন, “আমাদের পার্টি সামাজবাদকে ভারতের মানুষের প্রয়োজন অনুযায়ী বুঝে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। উত্তর প্রদেশের আমাদের সাফল্যের সবচেয়ে বড় কারণ।”