Durga Puja Carnival: কার্নিভালের দিন কলকাতার যে সব রাস্তায় ভুলেও পা মাড়াবেন না

Durga Puja: জাঁকজমকপূর্ণ সেই শোভাযাত্রার জন্য রেড রোডের দু'ধারে করা হচ্ছে ঢালাও বন্দোবস্ত। একইসঙ্গে শহরের বেশ কিছু রাস্তায় শুক্রবার যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার, অফিস-কাছারি খোলা। সাধারণ মানুষজনের যাতে রাস্তাঘাটে চলাচল করতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে আগেভাগে ট্র্যাফিক গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে।

Durga Puja Carnival: কার্নিভালের দিন কলকাতার যে সব রাস্তায় ভুলেও পা মাড়াবেন না
কলকাতার রাস্তা (প্রতীকী ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2023 | 2:08 PM

কলকাতা: শুক্রবার শহরে পুজোর কার্নিভাল। শহর ও শহরতলির শতাধিক পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করে এই কার্নিভালে। জাঁকজমকপূর্ণ সেই শোভাযাত্রার জন্য রেড রোডের দু’ধারে করা হচ্ছে ঢালাও বন্দোবস্ত। একইসঙ্গে শহরের বেশ কিছু রাস্তায় শুক্রবার যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার, অফিস-কাছারি খোলা। সাধারণ মানুষজনের যাতে রাস্তাঘাটে চলাচল করতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে আগেভাগে ট্র্যাফিক গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে।

২৭ অক্টোবর রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত কার্নিভালের প্রস্তুতির কাজের জন্য ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। এরপর সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। পুজোর কার্নিভালের জন্য দুপুর দুটো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড ও এসপ্ল্যানেড র‌্যাম্প পুরোপুরি বন্ধ রাখা হবে।

কার্নিভালে অংশ নিয়ে আসা গাড়িগুলি ছাড়া অন্য কোনও গাড়িকে ওইদিন দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোড ধরে এগতে দেওয়া হবে না। দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কার্নিভালে অংশ নিয়ে আসা গাড়ি ছাড়া অন্য গাড়িগুলির জন্য এই নিয়ন্ত্রণ থাকবে। যে সব গাড়ির যথাযথ অনুমতির স্টিকার থাকবে, কেবল সেগুলিকেই কার্নিভালের দিন জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মোয়ে রোড ধরে এগতে দেওয়া হবে।