Dengue Death: পুজোর আনন্দ কাটতে না কাটতেই দুঃসংবাদ, ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু
Dengue Death: সূত্রের খবর, মৃতের নাম মামনী নস্কর (৪৫)। তিনি সন্তোষপুরের জনতা রোডের বাসিন্দা। ইএম বাইপাস সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তাঁকে ভর্তি করা হয় ওই হাসপাতালে।
কলকাতা: পুজোর আগে ক্রমাগত ডেঙ্গির বাড়বাড়ন্ত ভাবিয়েছিল গোটা রাজ্যকে। তবে ষষ্ঠী থেকে দশমী সেইদিকে মন না দিয়েই চুটিয়ে পুজোর মজা নিয়েছে বাঙালি। তবে পুজো কাটতে না কাটতেই মৃত্যুর খবর। ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলার।
সূত্রের খবর, মৃতের নাম মামনী নস্কর (৪৫)। তিনি সন্তোষপুরের জনতা রোডের বাসিন্দা। ইএম বাইপাস সংলগ্ন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তাঁকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। তবে সতেরো ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হল মহিলার। মৃতের শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর কথা জানা যাচ্ছে।
বস্তুত,এর আগে ডেঙ্গি পরিস্থিতি শহরকেন্দ্রিক একটি উদ্বেগের কারণ ছিল, তা পরে গ্রামাঞ্চলেও মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলতে শুরু করেছিল বিরোধী দলগুলি। শুরু হয় রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি। পুজোর মুখে বৈঠকও করে নবান্ন। তৎপর হতে বলা হয় প্রশাসনকে। তবে পুজোর কাটতে না কাটতেই ফের মৃত্যুর খবর।