Train Cancelled: শক্তিগড়ে এখনও দাঁড়িয়ে বেলাইন হওয়া ট্রেনটি, হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল হল কোন কোন ট্রেন
Train Cancelled: বুধবার রাতে ওই ঘটনা ঘটার পর থেকেই ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাত থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে অনেক যাত্রীকে।
কলকাতা: রাতে লাইনচ্যুত হয়েছে বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন। ১২ ঘণ্টার বেশি সময় কেটে গেলেও হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যহত ট্রেন চলাচল। ডাউন লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি ১২ ঘণ্টা পরও। বাতিল ট্রেনের তালিকা আরও লম্বা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দুপুরের পর পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনায় রীতিমতো অসুবিধায় পড়েছেন নিত্যযাত্রীরা।
কোন কোন ট্রেন বাতিল?
১. শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস- আসানসোল থেকে শিয়ালদহ।
২. শিয়ালদহ-ইন্টারসিটি এক্সপ্রেস- শিয়ালদহ থেকে আসানসোল।
৩. মেমু এক্সপ্রেস- সিউড়ি থেকে শিয়ালদহ
৪. মেমু এক্সপ্রেস- শিয়ালদহ থেকে সিউড়ি
৫. শান্তিনিকেতন এক্সপ্রেস- হাওড়া থেকে বোলপুর
৬. শান্তিনিকেতন এক্সপ্রেস- বোলপুর থেকে হাওড়া
৭. কোলফিল্ড এক্সপ্রেস- হাওড়া থেকে ধানবাদ
৮. অগ্নিবীনা এক্সপ্রেস- হাওড়া থেকে আসানসোল
৯. অগ্নিবীনা এক্সপ্রেস- আসানসোল থেকে হাওড়া
১০. বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার স্পেশাল- হাওড়া থেকে রামপুরহাট
১১. বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার স্পেশাল- রামপুরহাট থেকে হাওড়া
১২. হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস- মালদা টাউন থেকে হাওড়া
১৩. মা তারা এক্সপ্রেস- শিয়ালদহ থেকে রামপুরহাট
১৪. মা তারা এক্সপ্রেস- রামপুরহাট থেকে শিয়ালদহ
১৫. কোলফিল্ড এক্সপ্রেস- ধানবাদ থেকে হাওড়া
১৬. মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস- হাওড়া থেকে মালদা টাউন
১৭. হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস- মালদা টাউন থেকে হাওড়া
১৮. শিয়ালদহ- বর্ধমান লোকাল
১৯. বর্ধমান-শিয়ালদহ লোকাল
২০. শিয়ালদহ- গোড্ডা মেমু স্পেশাল- গোড্ডা থেকে শিয়ালদহ
২১. গোড্ডা-শিয়ালদহ মেমু স্পেশাল- শিয়ালদহ থেকে গোড্ডা
এছাড়া ২৪ টি ট্রেনের রুট বদল করা হয়েছে ও ৬টি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার রাতে ওই ঘটনা ঘটার পর থেকেই ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাত থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করেন অনেক যাত্রী।সকালেও দেখা যায় স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং এই বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে আসার পরই এই দুর্ঘটনা ঘটে। তবে গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়িয়েছে লোকাল ট্রেনটি।