AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার পেট্রোল পাম্প মালিকদের

Petrol Pump Strike: পেট্রোল পাম্প মালিকদের দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। তা নিয়েই এদিন পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ধর্মঘট প্রত্যাহার পেট্রোল পাম্প মালিকদের
ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 7:14 PM
Share

কলকাতা: পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক ছিল এই সংগঠনের। এরপরই সংগঠনের তরফে জানানো হয়, আপাতত ধর্মঘটের পথ থেকে সরে দাঁড়াচ্ছে তারা। অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, এই বিষয়ে তেল সংস্থাগুলি ও পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবেন তিনি। সরাসরি হস্তক্ষেপ নয়, তবে মানুষের স্বার্থে সমস্যা সামধানের সব রকম চেষ্টা করা হবে।

পেট্রোল পাম্প মালিকদের দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। তা নিয়েই এদিন পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এর মধ্যে ছিল, পেট্রোল ডিজেলের যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই বর্ধমান মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন বৃদ্ধির দাবি। একইসঙ্গে, পেট্রোল-ডিজেলের সঙ্গে ইথানল মিশ্রিত করা হচ্ছে বলে অভিযোগ জানান পেট্রোল পাম্প মালিকরা। মূলত পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হচ্ছে বলে অভিযোগ তাঁদের। তার ফলে এই পেট্রোপণ্য ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে গাড়ির জন্য। যাঁরা বাইক চালান কিংবা স্কুটার চালান, এমনকী অন্যান্য গাড়ি রয়েছে তাঁদের কাছে এই ইথারল মিশ্রিত পেট্রোল খুবই ক্ষতিকর। বার বার এই ইথানলের ব্যবহার বন্ধ করতে তেল সংস্থাগুলিকে আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু সেটা এখনও সম্পূর্ণ রূপে বন্ধ করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

এদিন ফিরহাদ হাকিম বলেন, পেট্রোল পাম্প মালিকদের পেট্রোলে ইথানল মেশানো নিয়ে আপত্তি রয়েছে। একই সঙ্গে কমিশন ব্যবস্থা নিয়েও তাঁরা আপত্তির কথা জানিয়েছেন। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, “আমি ওদের ব্যবসার মধ্যে ঢুকতে চাই না। তবে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়ামের যে সমস্ত আধিকারিকরা এখানে রয়েছেন তাঁদের সঙ্গে আমি বৈঠকে বসব। একজন পরিবহন মন্ত্রী হিসাবে সংগঠন ও ওই সংস্থাগুলির আধিকারিকদের মাঝে মধ্যস্থতা করব। যাতে মানুষকে বিপাকে ফেলে ধর্মঘট না হয়।”

ইথানল সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, পেট্রোলের সঙ্গে এই ইথানল মেশানোয় খুব সমস্যা হচ্ছে পেট্রোল পাম্প মালিকদের। চেষ্টা করা হবে, যাতে এঈই সমস্যার সমাধান করা যায়। এই নিয়ে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে বসার কথা বলেন তিনি। আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দিনভর প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ভোর থেকেই বন্ধ ছিল পেট্রোল পাম্প। শুধু টালিগঞ্জ নয়, হাজরা, গড়িয়াহাট, ধর্মতলা থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক এলাকা, সর্বত্রই এক ছবি দেখা গিয়েছে। পেট্রল পাম্প ডিলারদের সংগঠনের ডাকে ধর্মঘটে সামিল হয় পেট্রোল পাম্পগুলি। মালবাহী গাড়ি, অ্যাপ ক্যাব চালক থেকে স্কুটারে সওয়ার অফিসযাত্রী। তেল না পেয়ে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও দিনের শেষে সুখবর শোনা গেল। উঠল ধর্মঘট। আরও পড়ুন: পর পর দু’দিন বিধায়কদের দলত্যাগ! বিজেপির শমীকের চ্যালেঞ্জ, ‘যে কোনও মূল্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে’