Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘রাজ্যে অন্যায় বাড়ছে’, গলায় বিরোধীদের সুর, জয়ন্ত নিয়ে খোঁচা সৌগতকেও, নতুন কিছু ভাবছেন মদন?

Madan Mitra: এদিন টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, “পুলিশকে এমন কেস দিতে হবে যাতে অপরাধীরা বের হতে না পারে। এই সকালে ধরলাম আর রাতে ছাড়লাম এই লুকোচুরি খেলা বন্ধ করতে হবে। তৃণমূল পার্টিতে বেনোজল যে ঢুকেতে তাতে কোনও সন্দেহ নেই। এই বেনোজল একেবারে ছেঁকে বের করতে হবে।”

Madan Mitra: ‘রাজ্যে অন্যায় বাড়ছে’, গলায় বিরোধীদের সুর, জয়ন্ত নিয়ে খোঁচা সৌগতকেও, নতুন কিছু ভাবছেন মদন?
মদন মিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2024 | 7:43 PM

কলকাতা: আইন-শৃঙ্খলা ইস্যুতে এবার রাজ্যের অস্বস্তি বাড়ালেন মদন মিত্র। রাজ্যে অন্যায় বাড়ছে, অপরাধ বাড়ছে। বিরোধীদের অভিযোগের সুর এবার কামারহাটির বিধায়কের গলাতেও। বাংলায় বাহুবলীদের দাপট বাড়ছে, মানছেন মদন। 

এদিন টিভি-৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, “পুলিশকে আরও কঠোর হতে হবে। নিশ্চয় কোথাও শিথিলতা রয়েছে। তা নাহলে কেন বাহুবলীদের দাপট বাড়ছে কেন? কিন্তু, তার মানে তো এই নয় মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন রাস্তায় নেমে ক্রিমিন্যাল ধরবেন, সমাজবিরোধীদের ধরবেন। পুলিশকে এমন কেস দিতে হবে যাতে অপরাধীরা বের হতে না পারে। এই সকালে ধরলাম আর রাতে ছাড়লাম এই লুকোচুরি খেলা বন্ধ করতে হবে। তৃণমূল পার্টিতে বেনোজল যে ঢুকেতে তাতে কোনও সন্দেহ নেই। এই বেনোজল একেবারে ছেঁকে বের করতে হবে। দুবৃত্তরা যদি দল চালায় তাহলে রাজনৈতিক নেতাদের দরকার কী আছে।”

“পুলিশ বলছে এমপি সাহেবের চাপ আছে, ব্যবস্থা নেওয়া যাবে না।” এ ভাষাতেই নাম না করে সৌগত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন মদন। এও বললেন, “আর নয়। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় বসে সমাজবিরোধীদের বিরুদ্ধে সত্যাগ্রহ করব।” অন্যদিকে জয়ন্তের সঙ্গে মদনের ছবি মন্তব্য করেছিলেন সৌগত রায়। তা নিয়েও পাল্টা দিয়েছেন মদন। সৌগত রায়ের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি দেখিয়ে পাল্টা মদন বললেন, “উনিও জানেন না কে সমাজ বিরোধী? আমিও জানি কে আমার সঙ্গে ছবি তুলছে। ওনার ৮০ বছর বয়স। সিনিয়র মানুষ। কি আর বলব? প্রতিবার বলে এবার ভোটে লড়ে মাটি দিস।” 

এখানেই না থেমে তিনি আরও বলেন, “সৌগত রায় জয়ন্ত সিংকে অভ্যর্থনা জানাচ্ছেন, আবার হাতে মেলাচ্ছেন। সমাজবিরোধীদের সঙ্গে যদি একজন রাজনৈতিক নেতা হাতে হাত মেলায় তাহলে মনে হয় তার যে সমাজবিরোধী কার্যকলাপ তাতে তিনি মদত দিচ্ছেন। তিনি তো বলেছেন একজন সমাজবিরোধী হিসাবে সবাই তাকে চেনে আমিও চিনি। তাই না জেনে করেননি।”