TMC: পঞ্চায়েতের ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল, নববর্ষের আগেই বড় চমক শাসকের মহিলা ব্রিগেডে

Chandrima Bhattacharya: তৃণমূল মহিলা কংগ্রেসের এই নতুন কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। কী বলছেন তিনি?

TMC: পঞ্চায়েতের ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল, নববর্ষের আগেই বড় চমক শাসকের মহিলা ব্রিগেডে
তৃণমূল মহিলা কংগ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2023 | 5:20 PM

কলকাতা: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Elections 2023)। ভোট দিনক্ষণ ঘোষণা না হলেও, দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বড় ভোট বলতে এই পঞ্চায়েত নির্বাচনই। আর এই পঞ্চায়েত ভোটে শাসকের অন্যতম ভরসা দলের মহিলা ব্রিগেড। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে হাতিয়ার করে ম্যারাথন প্রচারে নামছে মহিলা তৃণমূল কংগ্রেস ?(Trinamool Congress)। দিদির সুরক্ষা কবচ নিয়ে এবার পথে নামতে চলছে তৃণমূলের মহিলা ব্রিগেড। নববর্ষের আগেই তাই তিন দফায় সাংগঠনিক কর্মসূচি তৈরি করে ফেলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী ১০ এবং ১১ এপ্রিল তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক জেলা সভানেত্রীরা বৈঠক করবেন ব্লকস্তরের সভাপতিদের সঙ্গে।

আগামী ১৩ থেকে ১৮ এপ্রিল ব্লক সভানেত্রীরা বৈঠক করবেন বুথ স্তরের মহিলা সংগঠকদের সঙ্গে। এরপর ১৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রকাশ্য জনসভা করবে তৃণমূলের মহিলা ব্রিগেড। প্রচার করবে মমতা সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে। ২০২১ সালের হাইভোল্টেজ নির্বাচনে তৃণমূলের অন্যতম ভরসা ছিল মহিলা ভোট ব্যাঙ্ক। পঞ্চায়েতেও সেই ভোট ব্যাঙ্কে শান শাসক দলের। একই সঙ্গে মহিলা সেলকে আরও সংগঠিত করার উদ্যোগও নিচ্ছে শাসক দল। এ রাজ্যে পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তাই সাংগঠনিক আলোচনায় যেন প্রার্থী তালিকা কোনওভাবেই বিষয়বস্তুর মধ্যে না আসে, তা নিয়েও কার্যত নির্দেশ জারি করেছে মহিলা তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

তৃণমূল মহিলা কংগ্রেসের এই নতুন কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। তিনি বলছেন, চলতি বছরের ২ জানুয়ারি দিদির সুরক্ষাকবচের যে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল, এটি তারই একটি অঙ্গ। মন্ত্রীর কথায়, দলের এই কর্মসূচি কেবল নির্বাচন কেন্দ্রিক নয়, গ্রামীণ বাংলার উপর আরও জোর দেওয়ার জন্যই এই উদ্যোগ। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী অবশ্য এও বলছেন, যেহেতু সামনে পঞ্চায়েত ভোট, তাই সেক্ষেত্রে নির্বাচনের সময়ে মহিলা সংগঠকদের কী ভূমিকা থাকবে সেই নিয়ে আলোচনা হবে বৈঠকে। কিন্তু মনোনয়ন সংক্রান্ত বিষয়ে যেন কোনওভাবেই আলোচনা না হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে।