Sudip attacks Tapash: ‘কলকাতার একই নির্বাচন কেন্দ্র থেকে ২ বার জিতলে কথা শুনব’, ফের তাপসকে সুদীপ-বাণ

Sudip attacks Tapash: সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে সুদীপের বিরুদ্ধে মুখ খুলেছেন তাপস রায়। যা নিয়েও রাজনৈতিক মহলে বিগত কয়েকদিন ধরে চলছে জোরদার চাপানউতর।

Sudip attacks Tapash: 'কলকাতার একই নির্বাচন কেন্দ্র থেকে ২ বার জিতলে কথা শুনব', ফের তাপসকে সুদীপ-বাণ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 1:34 AM

কলকাতা: তাপস-সুদীপ সংঘাতের পারা যেন ক্রমেই চড়ছে। দুই নেতার তোপ, পাল্টা তোপে জোর চর্চা বঙ্গ রাজনীতির অন্দরে। সেই সংঘাতের রেশ বর্তমানে আরও জোরালো হয়েছে। ‘‘হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার।’’ কয়েকদিন আগেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) এই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূল বিধায়ক (Trinamool MLA) তাপস রায় (Tapash Roy) বলেছিলেন ‘‘আমরা দলের ডোবারম্যান, আমরা দলের গ্রে-হাউন্ড, গ্রেট-ডেন।” তাপসের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফের চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়। “ডোবারম্যান তো আর মানুষ নয় ম্যান আছে বলে। ডোবারম্যান তো কুকুরই।” এ ভাষাতেই এদিন ফের আক্রমণ শানালেন তিনি। 

সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন বলে সুদীপের বিরুদ্ধে মুখ খুলেছেন তাপস রায়। যা নিয়েও রাজনৈতিক মহলে বিগত কয়েকদিন ধরে চলছে জোরদার চাপানউতর। এ প্রসঙ্গে সুদীপের সাফ জবাব, “আমি যখন গিয়েছিলেন তখন বিজেপির জেলা সভাপতি বলে কেউ ওই বাড়িতে থাকত না।” সহজ কথায় তাঁর কোনও ছোট নেতার সঙ্গে এ ভাবে দেখা করার প্রয়োজন পড়ে না। বৃহস্পতিবার মহাজাতি সদনে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে নাম না করে তাপস রায়কে এ ভাষাতেই জবাব দিতে দেখা গিয়েছিল সুদীপকে। একইসঙ্গে দলের নিজের জায়গা ঠিক কোথায় তা বোঝাতে গিয়ে সুদীপকে বলতে শোনা যায়, “আমি মমতার কথা শুনে দল করি। আর মমতাকেও তাঁর কথা শুনতে হয়।”

বিতর্কের আবহেই ফের দলে নিজের দর বুঝিয়ে এদিন সুদীপ বলেন, “১২ বছর ধরে একটা সংসদীয় দলের নেতৃত্ব দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমিই আছি সংসদীয় দলের নেতৃত্বে। আমি কোনটা করছি দলের অনুমতি নিয়ে, কোনটা করছি অনুমতি না নিয়ে সেটা দল বিচার করবে। আমি ৯ বার জেতা লোক। ৫ বার সাংসদ ৪ বার বিধায়ক। তাই আমি ঠিক করেছি আমি এমন লোকেরই কথার প্রতিক্রিয়া দেব যিনি কলকাতা শহরে একটা বিধানসভা কেন্দ্রের আসনে অন্তত পরপর দুবার জিতেছেন। আর অন্য কারও কথার উত্তর দেব না।”