যোজনা কমিশন ফিরিয়ে দিতে হবে, রেড রোডে সুর চড়ালেন মমতা
নেতাজী আবেগে বুঁদ গোটা বাংলা। রাজ্যজুড়েই পালিত হচ্ছে একাধিক অনুষ্ঠান। সেজে উঠেছে শহর কলকাতা।
কলকাতা: শাঁখ বাজিয়ে শ্যামবাজার থেকে পদযাত্রা শুরু করেছিলেন, রেড রোডে পৌঁছে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, “কেন তুলে দেওয়া হল প্ল্যানিং কমিশন?” কেন্দ্রকে বিঁধে মমতা বললেন, “নেতাজী নিয়ে যারা এখন বড় বড় কথা বলছে তাদের জেনে নেওয়া উচিত নেতাজি রবীন্দ্রনাথ দেশ টুকরো টুকরো করার কথা বলেনি।” প্রশ্ন তুললেন, “পরাক্রমদিবস কী? কেন হবে না দেশপ্রেমিক দিসব?” আজ নেতাজী সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫ জন্মবার্ষিকী উপলক্ষে (Netaji Birthday Anniversary) বিশেষ কর্মসূচি রাজ্য জুড়ে। নেতাজী আবেগে বুঁদ গোটা বাংলা। জন্মবার্ষিকী উদযাপনে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একুশের নির্বাচনকে কেন্দ্র করে যুযুধান প্রতিপক্ষ বাঙালির আবেগকে স্পর্শ করতে চাইছে। নেতাজীর জন্মবার্ষিকীতেও তাই চড়ছে রাজনীতির পারদ।
LIVE NEWS & UPDATES
-
দেশের রাজধানী কলকাতা হোক: মমতা
মুখ্যমন্ত্রী আরও দাবি তোলেন, “ভারতের আরেক রাজধানী কলকাতা হোক। রেনেসাঁ থেকে স্বাধীনতা বাংলার অবদান। ভারতে চারটে রাজধানী থাকতে হবে ।। চার জায়গায় ঘুরে সংসদে অধিবেশন করা উচিত।” ‘ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান ইলেকশন তত্ত্ব’কে কটাক্ষ করেন তিনি।
-
‘দুটি বই কম্পালসারি করা হোক’, শিক্ষা দফতরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
মমতা আরও বললেন, ” ‘তরুণের স্বপ্ন’ এবং ‘সবুজের অভিযান’ এই দুটো বই যেন কম্পালসারি করা হয়।” শিক্ষা দফতরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “নিজেদের চরিত্র গঠনে কল টু দ্য নেশন পড়বেন। নেতাজী কোনওদিন বলেননি দেশ টুকরো করে দাও। দেশে কেন একটা রাজধানী?দেশের চারপ্রান্তে চারটি রাজধানী হোক। উত্তর-পূর্বে, দিল্লিতে, দক্ষিণে , পশ্চিমে একটা। অরবিন্দ আমায় বলেছে দিল্লিতে ভাল করে ওদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কেন এমন হবে!”
-
-
ন্যাশনাল প্ল্য়ানিং কমিশন ফিরিয়ে দিতে হবে: মমতা
রেড রোডে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
- নেতাজী সুভাষ মানে সব ভাষাই কভার করে। সুগত কিছুটা রাজনৈতিক ইতিহাসের কথা বলেছেন: মমতা
- সুভাষের সংহতির কথা বলি। সুভাষের আইএনএ সব ধরনের মানুষ ছিলেন। ডিভাইড এন্ড রুল করে কিছু হয় না : মমতা*নেতাজীকে জানতে হবে। কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত ছুটির দিন ডিক্লেয়ার করেনি : মমতা
- ভারতের প্ল্যানিং কমিশন করেন নেতাজী। ক্ষমতায় এসে দেখলাম নেতাজীর প্ল্যানিং কমিশন তুলে নেওয়া হল। করে দেওয়া হল নীতি আয়োগ। ন্যাশনাল প্ল্য়ানিং কমিশন ফিরিয়ে দিতে হবে : মমতা
-
শ্যামবাজার থেকে শুরু পদযাত্রা, শঙ্খধ্বনি মমতার
শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হল তৃণমূলের পদযাত্রা। শঙ্খধ্বনি দিয়ে পদযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বললেন, “আমরা ১২৫ তম জন্মদিন পালন করব। আমরা আজাদ-হিন্দ মনুমেন্ট বানাব। অভিজিৎ বিনায়ক সহ সমস্ত গুণী মনুষদের নিয়ে কমিটি তৈরি করেছি। ইতিহাসে লিপিবদ্ধ আছে সময়। সেই ইতিহাসকেই মনে রাখি আমরা। নেতাজী কেবল বীর মানুষ ছিলেন তা নয়। তিনি দার্শনিক ছিলেন। প্ল্য়ানিং কমিশন তুলে নেওয়া হল। সাইরেন বাজলে শঙ্খধ্বনি দিয়ে ঊলুধ্বনি দিয়ে স্বাগত জানাবেন নেতাজীর জন্মদিন। নেতাজী বঞ্চিত। জয় হিন্দও নেতাজীর কথা। জয় হিন্দ। দেশপ্রেম জিন্দাবাদ”
-
রাষ্ট্রপতিভবনে নেতাজীর ছবিতে মাল্যদান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতিভবনে নেতাজীর ছবিতে মাল্যদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
-
-
টুইটে নেতাজীকে শ্রদ্ধা অভিষেকের
টুইট করে নেতাজীকে শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
My humble tribute to brave freedom fighter Netaji Subhash Chandra Bose on his 125th birth anniversary. The spirit of patriotism he ignited in us shall never fade! Today, with even more energy, we promise to continue our fight towards preserving his ideals. #DeshNayakDibas (1/2)
— Abhishek Banerjee (@abhishekaitc) January 23, 2021
-
পরাক্রম মানে বুঝি না, নেতাজী দেশনায়ক, একটা আবেগ: মমতা
নেতাজী ভবনে সুভাষ-স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা ৩৬৫ দিন আমরা নেতাজীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি।নেতাজী সুভাষচন্দ্র বসু একটা আবেগ। জন্মদিন জানলেও মৃত্য়ুদিন জানিনা। তাই দুঃখ আমার। আমি পরাক্রম মানে বুঝিনা। বাংলা না হিন্দি ভাষা তা জানিনা। তবে আমার কাছে উনি দেশপ্রেমিক। দেশনায়ক। যিনি দেশকে এগিয়ে নিয়ে যান। আমরা চাই দেশ যেন এগিয়ে যাই। নেতাজী এক চিন্তা, আদর্শ, দর্শন।”
মুখ্যমন্ত্রীর কথায়, “দেশনায়ক দিবস আমরা পালন করি কেন জানেন? কারণ , নেতাজীকে দেশনায়ক বলেছিলেন রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথের জন-গণ-মন সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নেতাজী স্বয়ং। আমার কাছে এটা আবেগ। গায়ে কাঁটা দিচ্ছে আমার।”
-
সব কিছুতে বিরোধিতা করা উচিত নয়, মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাজ্যপাল
“পরাক্রম দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। অথচ তার বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। সব কিছুতে বিরোধিতা করা উচিত নয়। এটা যুক্তরাষ্ট্রীয় ঐক্যের ক্ষেত্রে ভুল বার্তা যায়।” বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Netaji Subhas Chandra Bose PORTRAIT will be unveiled by Governor Jagdeep Dhankhar at Raj Bhavan, Kolkata on PARAKRAM DIVAS -January 23, 2021, at 9.30 to mark the 125th birth anniversary of Netaji. Chief Minister @MamataOfficial has been extended invitation by Governor.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 22, 2021
-
দেশের উন্নতির লক্ষে একযোগে লড়াইয়ের আহ্বান রাজীব বন্দ্যোপাধ্যায়ের
নেতাজীর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বললেন, “দেশের উন্নতির স্বার্থে একযোগে লড়াই করতে হবে আমাদের।”
Let’s work towards the betterment of our country daily. Warm wishes on Netaji Subhas Chandra Bose Jayanti. pic.twitter.com/BOnNLWL9Be
— Rajib Banerjee (@RajibBaitc) January 23, 2021
-
লেকটাউন শ্রীভূমিতে ভিআইপি রোডের ধারে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু।উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়।
-
কলকাতা পুরসভায় নেতাজীর ছবিতে মাল্যদান পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর
কলকাতা পুরসভায় নেতাজীর ছবিতে মাল্যদান করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
-
শুরু বামেদের পদযাত্রা
বামেদের পদযাত্রা শুরু হল। মহাজাতি সদন থেকে পদযাত্রায় অংশ নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
-
টুইট করে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন সূর্যকান্ত মিশ্রের
টুইট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
নেতাজী সুভাষ চন্দ্র বসু’র ১২৫ তম জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি। কেন্দ্রীয় সরকারকে প্রতিবছর ২৩ জানুয়ারি দিনটি ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালনের ঘোষণা করতে হবে।#NetajiSubhasChandraBose pic.twitter.com/mSw9gfYc48
— Surjya Kanta Mishra (@mishra_surjya) January 22, 2021
-
বাংলায় টুইট রাষ্ট্রপতির
নেতাজীর জন্মদিনে বাংলায় টুইট করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। দেশ তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু করছে। তাঁর বলিষ্ঠ মনোভাব শৌর্যের প্রতি সম্মান জানাতে এই দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপন করা যথাযথ । নেতাজী তাঁর অগণিত অনুগামীদের মধ্যে জাতীয়তাবাদের বোধকে উজ্জীবিত করেছিলেন।
— President of India (@rashtrapatibhvn) January 23, 2021
-
শহরে তৃণমূলের পদযাত্রা
শ্য়ামবাজার-মেয়ো রোডে তৃণমূলের মিছিল। ১২টা ১৫ তে বাজবে সাইরেন। নেতাজীর মূর্তিতে মালা দিয়ে শুরু হবে পদযাত্রা।
-
নেতাজীর বাড়ি যাবেন প্রধানমন্ত্রী
আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে শেষ মুহূর্তে সংযোজন। নেতাজীর বাড়ি যাবেন তিনি।
-
সকালেই নেতাজীর ছবিতে মাল্যদান অমিত শাহর
নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে শুভেচ্ছাবার্তা জানালেন তিনি।
नेताजी की जयंती पर गुवाहाटी में उन्हें पुष्पांजलि अर्पित की।
सुभाष बाबू के अन्दर असीम साहस और अनूठी संकल्प शक्ति का अनंत प्रवाह विद्यमान था। उनके अद्भुत व्यक्तित्व और ओजस्वी वाणी ने लोगों के हृदय में स्वतंत्रता का ज्वार उत्पन्न किया। उनका जीवन देश के युवाओं के लिए एक आदर्श है। pic.twitter.com/C7PGhh2XsQ
— Amit Shah (@AmitShah) January 23, 2021
-
আজ কলকাতায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা
আজ দেশনায়ক দিবস হিসাবে দিনটিকে পালন করবে রাজ্য সরকার। সকালেই টুইট করে নেতাজীকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে আজাদ হিন্দ ফৌজের নামে একটি মনুমেন্ট তৈরি হবে, আগেই নবান্নের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজও আবার সে কথা জানালেন।
Homage to Deshnayak Netaji Subhas Chandra Bose on his 125th birthday. He was a true leader & strongly believed in unity of all people.
We are celebrating this day as #DeshNayakDibas. GoWB has also set up a committee to conduct year-long celebrations till January 23, 2022. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2021
-
নেতাজীর জন্মবার্ষিকীতে আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই দিনটিকে ইতিমধ্যেই পরাক্রমদিবস হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। বাংলায় টুইচ করে গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা,
পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব#ParakramDivas https://t.co/FDZtTiQe3O
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
Published On - Jan 23,2021 2:18 PM