Dog: ওরা কখন খাবে, কোন খাবার দেওয়া যাবে, পথ কুকুরদের জন্য SOP তৈরি করল রাজ্য
Dog: পোষ্যদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুর কর্তৃপক্ষ সব এলাকায় খাবার জায়গা চিহ্নিত করবে। সেটা শিশুদের খেলার জায়গা থেকে দূরে হবে।
কলকাতা: শহর থেকে গ্রাম রাস্তায় রাস্তায় কুকুরের দেখা মেলে সর্বত্রই। তাদের খাওয়াতে উদ্যোগী হন পাড়ার কোনও না কোনও বাসিন্দা। তবে সে ক্ষেত্রেও আসে অনেক বাধা। অথচ ওই ভালবেসে দেওয়া খাবারটুকুতেই বেঁচে থাকতে হয় পথ কুকুরদের। এবার তাদের জন্য তৈরি হল বিশেষ নির্দেশিকা।
রাস্তায় থাকা সারমেয়দের সুরক্ষা দিতে এসওপি (SOP) তৈরি করল রাজ্যের নগরোন্নয়ন দফতর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত সেই নির্দেশাবলী পাঠানো হবে বলে জানানো হয়েছে।
পোষ্যদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুর কর্তৃপক্ষ সব এলাকায় খাবার জায়গা চিহ্নিত করবে। সেটা শিশুদের খেলার জায়গা থেকে দূরে হবে।
যারা পোষ্যদের খাবার দেবে তাদের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল ৭টার আগে এবং সন্ধ্যে ৭টার পর খাবার দেওয়া যেতে পারে। দু’ঘণ্টা সময় ধার্য করা হবে। যাঁরা কুকুরদের খাবার দেবেন তাঁদের সেই জায়গা পরিষ্কার করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দিষ্ট জায়গার বাইরে খাবার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
যাঁরা রাস্তার কুকুরদের খাবার দেবেন, তাঁদের কেউ বাধা দিতে পারবেন না বা হেনস্থা করতে পারবে না। কুকুরদের কী কী খাবার দেওয়া হবে, তা নিয়েও পরামর্শ দেওয়া হয়েছে SOP-তে। চকোলেট, দুধ জাতীয় খাবার, পেঁয়াজ-রসুন, মিষ্টি জাতীয় বা স্ন্যাক্স জাতীয় খাবার, অ্যালকোহল দিতেও বারণ করা হয়েছে।
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমস্ত পুরসভাকে এই এসওপি নিয়ে প্রচার চালাতে হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, পোষ্যদের খাবার দেওয়া নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর এলাকায় এক ব্যক্তিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তা নিয়ে মামলা হয় হাইকোর্টে। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুরসভা এই এসওপি-র কথা জানায়।