Weather Update: আবার বৃষ্টি নামবে বাংলায়, সপ্তাহান্তেই পড়বে ঠাণ্ডা
Rain in Bengal: বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই নামবে বৃষ্টি। তামপাত্রা কমবে শনিবার থেকে।
কলকাতা: চলতি বছরে প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়েছে রাজ্য (West Bengal)। এখনও রাজ্যের অনেক জেলায় জমে আছে জল। প্রথমে বর্ষা (Monsoon), পরে নিম্নচাপে বানভাসী হয়েছে রাজ্যের বিস্তীর্ণ অংশ। এবার আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিলেও এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি। আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাধিক জায়গায় আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি (Rain) হবে। আবারও চোখ রাঙাচ্ছে সেই নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। আর সেই নিম্নচাপের জন্যই এ রাজ্যের উপকূলের জেলাগুলিতে ফের নামবে বৃষ্টি। নিম্নচাপের ফলে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর ফলে আগামী দু-তিন দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়েই নামবে বৃষ্টি।
তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। দিনের তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৪ ডিগ্রি ও রাতের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। শনিবার থেকে রাতের তাপমাত্রা কমে ২০ ডিগ্রির আশেপাশে চলে আসবে কলকাতায়। ওই সময় উত্তর-পশ্চিমের হাওয়ার দাপট বেড়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবারই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, ফলে চলতি বছরের বর্ষা ঋতুতে ইতি পড়েছে। ১৯৭৫ সালের পর এটিই সপ্তমবার, যখন বর্ষাকাল এত দেরীতে বিদায় নিল। আবহাওয়া দফতরের তরফে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, দেশজুড়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। সোমবার সম্পূর্ণরূপে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুও বিদায় নিয়েছে। তবে একইসঙ্গে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে একেবারে দক্ষিণ ভারতের উপদ্বীপ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
গোটা উত্তর ভারতেই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হলেও শেষভাগে মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানার কিছু অংশ ও উত্তর প্রদেশের পশ্চিম অংশে পৌঁছতে পারেনি বলেই জানানো হয়েছে। পরে ১৩ জুলাই দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বর্ষা পৌঁছয়। উত্তরপূর্ব মৌসুমী বায়ু, যার প্রভাবে দক্ষিণী রাজ্য়গুলিতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাত হয়, তা স্বাভাবিকই হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।
বর্ষা বিদায় পর্ব শুরু হতেই উত্তর-পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।
আরও পড়ুন: Dengue Fear: হোটেলের রান্নার জলে কিলবিল করছে মশার লার্ভা! বাস স্ট্যান্ডের জমা জলেও ডেঙ্গি আতঙ্ক