RG Kar: মঙ্গলে নাড্ডা, বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে আইএমএ প্রতিনিধি দল

IMA: লালবাজারে দফায় দফায় ডাক পড়ছে ডাক্তারি পড়ুয়া থেকে নার্সিং স্টাফ, নিরাপত্তা রক্ষী, গ্রুপ ডি স্টাফদের। ঘটনার দিন রাতে যাঁরা ডিউটিতে ছিলেন, ডাক পড়ছে তাঁদের। এইওডি চেস্ট বিভাগ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে এদিন ডাকা হয়েছে লালবাজারে।

RG Kar: মঙ্গলে নাড্ডা, বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে আইএমএ প্রতিনিধি দল
প্রতিবাদে মুখর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 2:23 PM

কলকাতা: আরজিকর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বুধবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বা আইএমএ-এর ( Indian Medical Association) প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইএমএ-এর সর্বভারতীয় সভাপতি। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করবে আইএমএ-এর প্রতিনিধিদল। হাসপাতালে নিরাপত্তার জন্য হাসপাতালকে সেফ জ়োন হিসাবে ঘোষণা করার দাবি তুলেছে আইএমএ। চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবি জানাবেন তাঁরা।

গত বৃহস্পতিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। এক পিজিটি পড়ুয়ার দেহ উদ্ধার হয় হাসপাতালের সেমিনার রুম থেকে। সময় যত এগোয়, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। কলকাতা পুলিশের এসআইটি তদন্তভার নেয়। একজনকে গ্রেফতার করা হয়েছে এখনও অবধি।

লালবাজারে দফায় দফায় ডাক পড়ছে ডাক্তারি পড়ুয়া থেকে নার্সিং স্টাফ, নিরাপত্তা রক্ষী, গ্রুপ ডি স্টাফদের। ঘটনার দিন রাতে যাঁরা ডিউটিতে ছিলেন, ডাক পড়ছে তাঁদের। এইওডি চেস্ট বিভাগ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে এদিন ডাকা হয়েছে লালবাজারে। এছাড়াও তলব করা হয়েছে চারজন জুনিয়র ডাক্তারকে। গোটা দেশের চিকিৎসক সংগঠন ময়দানে। প্রতিবাদে গর্জে উঠছে দিল্লি থেকে ভোপাল।

জায়গায় জায়গায় চলছে কর্মবিরতি। এরইমধ্যে সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লেখে আইএমএ। বড় হাসপাতালগুলিতে পুলিশ ক্যাম্প তৈরির দাবির পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগেরও দাবি তোলে তারা। কেন্দ্রীয় স্তরে একটি আইন করার জন্য ২০১৯ এ পেশ হওয়া ‘দ্য হেলথ কেয়ার পার্সোনেল অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল-২০১৯’ ফেরানোরও দাবি তোলা হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)