Weather Forecast: বিদায়ের পথে শীত? তাপমাত্রার হেরফের না হলেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা এরকমই থাকবে এবং দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের শীর্ষ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: এবারের মতো বিদায় নিল শীত! সপ্তাহের শুরুতে এমনই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। আগামী পাঁচদিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। বরং দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফের হবে না বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের শীর্ষ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন তিনি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা এরকমই থাকবে এবং দিনের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের শীর্ষ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাতাসে সেরকম জলীয় বাষ্পও নেই। ফলে বৃষ্টির সম্ভাবনাও নেই, বরং আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন তিনি। ফলে দক্ষিণবঙ্গে শীত কাটিয়ে যে গরম পড়তে চলেছে, তারই ইঙ্গিত দিলেন হাওয়া অফিসের অধিকর্তা।
দক্ষিণবঙ্গে গরমের সূচনা হয়ে গেলেও উত্তরবঙ্গ থেকে অবশ্য এখনই শীত যাচ্ছে না। এদিন সকালে দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। এর উপর উত্তরবঙ্গের বাতাসে জলীয় বাষ্প রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক হলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। আকাশ মেঘলা হওয়ায় তাপমাত্রার পারদ পতনও খুব একটা ঘটছে না। সবমলিয়ে বলা যায়, বিদায়ের পথে শীত।