Weather Update: ভোটের দিন ঝড়-বৃষ্টি, গণনার দিনও! বাংলায় কবে ঢুকবে বর্ষা? একগুচ্ছ আপডেট দিল হাওয়া অফিস

Rain Forecast: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়াও। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়া হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতাও থাকছে।

Weather Update: ভোটের দিন ঝড়-বৃষ্টি, গণনার দিনও! বাংলায় কবে ঢুকবে বর্ষা? একগুচ্ছ আপডেট দিল হাওয়া অফিস
বৃষ্টির পূর্বাভাস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 6:35 PM

কলকাতা: রেমাল বিদায় নিয়েছে। তবে ঝড়-বৃষ্টির ‘খেলা’ এখনও বাকি। সামনেই সপ্তম দফার ভোট। শনিবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের নয়টি আসনে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ভোট সপ্তমীতে ভিজবে দক্ষিণবঙ্গ। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু ভোটের দিনই নয়, গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা হাওয়াও। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়া হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতাও থাকছে।

এদিকে আগামিকাল ও পরশু উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কমলা সতর্কতা দিয়ে রেখেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। পাশাপাশি আগামী ১-২ জুন এই পাঁচ জেলার পাশাপাশি উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণেই উত্তরবঙ্গে এই বৃষ্টি। পাশাপাশি একটি শক্তিশালী অক্ষরেখাও রয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আঞ্চলিক মেঘপুঞ্জের জন্যই ঝড়-বৃষ্টি। এসবের পাশাপাশি বর্ষার আগমন নিয়েও আপডেট দিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে জুনের ১০ তারিখের মধ্য়ে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। যদিও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে, কবে কেরলে বর্ষা ঢুকছে, তার উপর।