Weather Update: এক পশলার বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা নামল অনেকটাই! কবে থেকে ফের ‘সুদিং ওয়েদার’ বদলে যাবে?
Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃষ্টিও কমবে। মঙ্গলবার উত্তরবঙ্গে ওপরের ৫ জেলায় ঝড় বৃষ্টি হবে, সঙ্গে হবে শিলাবৃষ্টিও।
কলকাতা: স্বস্তির বৃষ্টি। এক ধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রা। একধাক্কায় ৯ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায়। সকাল ১১টায় আলিপুরে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। দুপুর আড়াইটেয় আলিপুরের তাপমাত্রা নামল ২৩.২ ডিগ্রিতে। সঙ্গে প্রাণ জুড়ানো হাওয়া। এই মুহূর্তে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এরফলেই বাংলায় জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এর মধ্যেও রয়েছে খারাপ খবর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃষ্টিও কমবে। মঙ্গলবার উত্তরবঙ্গে ওপরের ৫ জেলায় ঝড় বৃষ্টি হবে, সঙ্গে হবে শিলাবৃষ্টিও। এই ঝড়বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকেটা কমে গিয়েছে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে একটু করে তাপমাত্রা বাড়বে। তবে একটাই আশার কথা, চল্লিশ ডিগ্রি উঠবে না পারদ। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বুধবার থেকে তাপমাত্রা বাড়লেও নতুন করে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা আর নেই। সেক্ষেত্রে বলা যেতেই পারে, দহনের সেই জ্বালা এখন আর রাজ্যবাসীকে সহ্য করতে হবে না।
এই মাসের মাঝামাঝি থেকে রাজ্যবাসীকে একটানা যে দহন জ্বালা সহ্য করতে হয়েছে, তা শেষ কবে করেছে, তা বলা কঠিন। আবহাওয়াবিদরাই বলছেন, এপ্রিল মাসে গত ১০ বছরে এমন গরম পড়েনি। তবে শনিবার থেকেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। ২০ কিংবা ২১ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি না হলেও, তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। কেমন একটা ‘সুদিং ওয়েদার’ সর্বত্র! অন্ততপক্ষে আগামী ১-২ দিন এরকমই থাকবে আবহাওয়া।