মাঘ-বিদায়ের সঙ্গী ঠান্ডা, আজও নামল পারদ

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।

মাঘ-বিদায়ের সঙ্গী ঠান্ডা, আজও নামল পারদ
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 09, 2021 | 10:08 AM

কলকাতা: স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে নামল কলকাতার তাপমাত্রা। মঙ্গলবারও জেলায় জেলায় ফের শীতের কনকনানি। আগামী ২৪ ঘণ্টা এই পরিস্থিতিই থাকবে। এরপর ধীরে ধীরে চড়বে পারদ। চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: দেবভূমিতে প্রলয়, এখনও অবধি ২৬ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ১৮০

ইনিংস শেষে ঠুকে ঠুকে ভালই খেলছে শীত। ঠান্ডার আমেজ নিয়েই বিদায়ের পথে মাঘ। এদিন সকালের তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ।

আরও পড়ুন: মমতাকে প্রণামের পরই বিজেপি বিধায়ককে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক কৈলাস-মুকুলের

উত্তরবঙ্গে দু’ এক জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে জঙ্গলমহলে আগামী কয়েকদিন ভালই ঠান্ডা মালুম হবে। রাতের দিকে অনেকটাই নামতে পারে পারদ। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় আরও কিছুদিন এই পরিস্থিতি থাকবে।