Weather Update: কলকাতা- সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি
Weather Update: অন্তত ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ দহন জ্বালায় ভুগবেন বাঙালি। সতর্কতা জারি করা হয়েছে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।
কলকাতা: আগামী পাঁচ দিন কলকাতায় কোনও কালবৈশাখীর পূর্বাভাস নেই। আগেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বৃহস্পতিবার থেকেই তাপবৃপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্তত ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ দহন জ্বালায় ভুগবেন বাঙালি। সতর্কতা জারি করা হয়েছে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার এই তিন জেলা ছাড়াও, তাপপ্রবাহের কবলে পড়তে পারে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার দিন টানা কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, কালবৈশাখী হতে গেলে ছোট নাগপুর মালভূতি, ঝাড়খণ্ড, বাংলার পশ্চিমাঞ্চলের মাটি গরম হতে হয়। আর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকতে হয় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তাই ওপরে উঠে বজ্রগর্ভ মেঘ তৈরি করে। সেই মেঘেই হয় কালবৈশাখী বৃষ্টি। মূলত পশ্চিমাঞ্চল থেকে বৃষ্টি শুরু হয়, তারপর হুগলি বর্ধমান হয়ে সেই মেঘ ঢোকে কলকাতায়। কিন্তু এই এপ্রিলে তা হচ্ছে না। তার কারণ একটাই বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে না জলীয় বাষ্প। মাটি গরম তো বটেই কিন্তু কালবৈশাখী হতে গেলে আরও একটি উপকরণের খামতি সেই থেকেই যাচ্ছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। আপাতত শনি-রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ওড়িশাতেও।