Weather Update: এক্ষুনি ঝড় আর বৃষ্টি একসঙ্গে আসছে, কোন কোন জায়গায় জেনে নিন
Kolkata Weather Update: সেই পূর্বাভাসকে সত্যি করে ঝেঁপে আসতে চলছে বৃষ্টি। আর দু'থেকে তিনঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি নামতে চলেছে কলকাতা ও হাওড়ায়। বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতা: পূর্বাভাস দেওয়া ছিল আগেই। সেই মতো প্যাচেপ্যাচে গরম থেকে অল্প হলেও মিলেছে মুক্তি। ছিটেফোঁটা বৃষ্টি সঙ্গে ঠান্ডা হাওয়ায় দক্ষিণবঙ্গবাসীর জুড়িয়েছিল প্রাণ। সোমবারও পূর্বাভাস ছিল হাওয়া অফিসের বৃষ্টি হওয়ার। সেই পূর্বাভাসকে সত্যি করে ঝেঁপে আসতে চলছে বৃষ্টি। আর দু’থেকে তিনঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে চলেছে কলকাতা ও হাওড়ায়। বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার গতিবেগে বইতে পারে ঝড়। ফলে প্যাচেপ্যাচে গরম থেকে কিছুটা হলেও মিলবে স্বস্তি। ইতিমধ্যেই আকাশ কালো করে এসেছে। মাঝে-মাঝে গজরাচ্ছে মেঘও। আজ সকাল থেকে যেভাবে ঘামে ভিজে কর্মস্থলে যেতে হয়েছে সাধারণ মানুষকে এই বৃষ্টি অনেকটাই স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই স্বস্তির বৃষ্টি আপাতত আগামিকাল পর্যন্ত থাকবে। আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া রয়েছে। আর এই দিনগুলিতে নিরাপদে থাকারও পরামর্শ দিয়েছে আবহওয়া অফিস।
তবে শুধু দক্ষিণের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে ঝড়-বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পাশাপাশি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।