Today Weather Update: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী বলছে আলিপুর?

Weather Update: এ দিকে, পশ্চিমের পর দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে উপকূলেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্রবার তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণের ৯ জেলা। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ।

Today Weather Update: তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী বলছে আলিপুর?
অসহ্য গরমে জ্বালা জুড়োবে বৃষ্টি?Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2024 | 11:52 AM

কলকাতা: বিগত কয়েকদিন ধরে আবহাওয়াই বঙ্গকে ভঙ্গ করেছে। উত্তরে ঝড়-বৃষ্টি হলেও, দক্ষিণ পুড়ছে গরমে। পশ্চিমে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। বৃষ্টি কবে হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে। আবহাওয়া অফিস বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে ঠিকই কিন্তু তা জোরালো নয়।

এ দিকে, পশ্চিমের পর দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সপ্তাহের শেষে উপকূলেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্রবার তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণের ৯ জেলা। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। আজ থেকে আরও চড়বে পারদ। ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারেন তাপমাত্রা।

এ দিকে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  হাওয়া অফিস বলছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডোর তাণ্ডবে মৃত্যু হয় কমপক্ষে ৫ জনের। আহত একাধিক। তবে উত্তরবঙ্গে জারি রয়েছে বৃষ্টি।