Weather Update: উত্তরবঙ্গ লাল সতর্কতা, তবে নাছোড় বৃষ্টি থেকে শীঘ্রই মুক্তি, আবহাওয়ার বদল কবে?

Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগঢ় সংলগ্ন এলাকা থেকে ইউটার্ন নিয়ে ফিরে এসেছে নিম্নচাপ। ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে সেটি। আগামী দু'দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে।

Weather Update: উত্তরবঙ্গ লাল সতর্কতা, তবে নাছোড় বৃষ্টি থেকে শীঘ্রই মুক্তি, আবহাওয়ার বদল কবে?
কবে কমবে বৃষ্টি?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 12:54 PM

কলকাতা: দুই বঙ্গের কারোরই এখন মুক্তি নেই বৃষ্টির থেকে। উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী হবে উত্তরের জেলাগুলিতে। ধীরে ধীরে নিম্নচাপটি সরবে বাংলাদেশের দিকে। হাড়পা বানের সম্ভাবনা রয়েছে পাহাড়ে। অপরদিকে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগঢ় সংলগ্ন এলাকা থেকে ইউটার্ন নিয়ে ফিরে এসেছে নিম্নচাপ। ঝাড়খণ্ড হয়ে আবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে সেটি। আগামী দু’দিনে এটি বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এ দিকে, আজ ভারী বৃষ্টি হতে পারে বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

অপরদিকে, আজ প্রবল বৃষ্টির আশঙ্কায়  লাল সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলায়। জলপাইগুড়ি জেলাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পয়েও। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং,উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে।

শুধু তাই নয়, এর পাশাপাশি হড়পা বানের আশঙ্কা উত্তরবঙ্গে। ভারী ও অতিভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার প্রবণতা সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে।