Weather Update: ভরা অগ্রহায়ণেও চড়ছে পারদ, কেন এমন খামখেয়ালিপনা? কী বলছে হাওয়া অফিস…

Weather Update: হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে। সেই কারণে গত দুই দিনে আকাশ মেঘলা ছিল।

Weather Update: ভরা অগ্রহায়ণেও চড়ছে পারদ, কেন এমন খামখেয়ালিপনা? কী বলছে হাওয়া অফিস...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2022 | 7:08 PM

কলকাতা:  অগ্রহায়ণ মাস চলছে। এইসময় তাপমাত্রা কমার কথা (Weather Update)। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গিয়েছে। কেন হঠাৎ এই বদল? খোলসা করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের প্রবেশ বেড়েছে। সেই কারণে গত দুই দিনে আকাশ মেঘলা ছিল। তাই রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কিছুটা বেড়ে গিয়েছে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা একইরকম থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

তাহলে কবে থেকে আবার কমবে তাপমাত্রার পারদ? পরবর্তী দুই-তিন দিন পর তাপমাত্রা আবার কমতে শুরু করবে এবং সেক্ষেত্রে স্বাভাবিকের থেকে দুই তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তাপমাত্রা গত চব্বিশ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়ে গিয়েছে ২৯ -৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রা আগামী দু’দিন কলকাতার ক্ষেত্রে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

প্রসঙ্গত, জলীয় বাষ্প ঢোকার কারণে আকাশ মেঘলা থাকছে বটে, তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস থেকে আগেই জানানো হয়েছিল, সেই কথা। সোমবার হাওয়া অফিস থেকে বলা হয়েছিল, আগামী ১০-১২ দিন রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি এও জানানো হয়েছিল, উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম রয়েছে। সেই কারণেই রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা কমতে পারছে না। অর্থাৎ, জাঁকিয়ে শীত পড়ার জন্য এখনও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে শহরবাসীকে।

নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়ে, কিন্তু এখনও শীতের দেখা নেই সেই অর্থে। রাতের দিকে বাইরে বেরোলে, ঠান্ডার অনুভূতি মিলছে বটে, কিন্তু ঘরের মধ্যে লেপ-কম্বল এখনও খুব একটা প্রয়োজন হচ্ছে না বঙ্গবাসীর। এখন দেখার ডিসেম্বরের শুরুতে পারাপতন শুরু হলে, আবহাওয়া কেমন রূপ নেয়।