Weather Update: কাল, বৈশাখী আসছে না…কবে আসবে? বঙ্গবাসীদের এই ক’টা দিন গুনতেই হবে
Weather Update: আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন গরম আরও বেশ কিছুদিন থাকবে। কারণ আগামী ৫ দিনের মধ্যে স্বস্তির কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই।
কলকাতা: অন্ততপক্ষে আগামী আরও পাঁচ দিন! হ্যাঁ, ঠিকই পড়ছেন, আরও পাঁচ দিন বাংলায় কোনও কালবৈশাখীর সম্ভাবনা নেই। এক নাগাড়ে বইবে এই কালো ধোঁয়া, বাড়বে শুষ্ক গরমের দাপট। শীতলতম মার্চ স্বস্তি দিয়েছিল বাংলাকে। কিন্তু এপ্রিল যে উষ্ণতম হবে, তার পূর্বাভাস আগেই ছিল। কিন্তু গত সাত বছরের মধ্যে এটাই যে উষ্ণতম এপ্রিল হবে, তা ভাবতে পারেননি কেউই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন গরম আরও বেশ কিছুদিন থাকবে। কারণ আগামী ৫ দিনের মধ্যে স্বস্তির কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই।
এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, কালবৈশাখী হতে গেলে ছোট নাগপুর মালভূতি, ঝাড়খণ্ড, বাংলার পশ্চিমাঞ্চলের মাটি গরম হতে হয়। আর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকতে হয় প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। তাই ওপরে উঠে বজ্রগর্ভ মেঘ তৈরি করে। সেই মেঘেই হয় কালবৈশাখী বৃষ্টি। মূলত পশ্চিমাঞ্চল থেকে বৃষ্টি শুরু হয়, তারপর হুগলি বর্ধমান হয়ে সেই মেঘ ঢোকে কলকাতায়। কিন্তু এই এপ্রিলে তা হচ্ছে না। তার কারণ একটাই বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকছে না জলীয় বাষ্প। মাটি গরম তো বটেই কিন্তু কালবৈশাখী হতে গেলে আরও একটি উপকরণের খামতি সেই থেকেই যাচ্ছে।
সকাল ৯-১০টা থেকেই বাইরে বেরোলে চামড়া পোড়াচ্ছে রোদ। চোখেমুখে জ্বালা, একটা চরম অস্বস্তি। কিন্তু এই গরম কলকাতাবাসীর অচেনা। কারণ এবারে নেই প্যাচপ্যাচে ঘাম, এবার শুষ্কতা কষ্ট বাড়াচ্ছে আরও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী পাঁচ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমাঞ্চলগুলিতে ইতিমধ্যেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আগামী কয়েকদিনও আকাশ পরিষ্কার থাকবে। থাকবে রোদের দাপট। যতদিন না বঙ্গোপসাগরে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, ততক্ষণ কালবৈশাখীর কোনও সম্ভাবনাও নেই।