Weather Updates: শীতে ‘বরফ-বৃষ্টি’! বুধবার থেকে চাদর আর ছাতার পাশাপাশি সহবাস…

Kolkata: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেরই বেশ কিছু জেলায় শীতের মাঝে বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে মঙ্গলবার  বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Weather Updates:  শীতে 'বরফ-বৃষ্টি'! বুধবার থেকে চাদর আর ছাতার পাশাপাশি সহবাস…
শীতেও শিলাবৃষ্টি বাংলায় (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2021 | 11:41 AM

কলকাতা: এ যেন ‘ছুঁ কিত কিত’ খেলা! শীত (Winter) এই আসছে, আর এই যাচ্ছে। বাংলার ভাগ্যাকাশে কেন বারবার বাধা পাচ্ছে শীত? পশ্চিমী ঝঞ্ঝাই কারণ বলে জানিয়েছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙ, কালিম্পঙে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দার্জিলিঙ-কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, ২৮ ও ২৯ ডিসেম্বর বৃষ্টি হতে পারে। নতুন বছর শুরুর আগে তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত আপাতত নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে। সকালে ও রাতে যথেষ্ট কুয়াশা থাকবে শহরে।

ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেরই বেশ কিছু জেলায় শীতের মাঝে বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে মঙ্গলবার  বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি চলবে আগামিকাল পর্যন্ত। হতে পারে শিলাবৃষ্টিও। পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান‌ বীরভূম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বছরের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

পারদ-পতনের বিশেষ সম্ভাবনা নেই

প্রায় ১৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। বরং বাড়লেও বাড়তে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে তখন শীতের পোশাক খুব বেশি লাগবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করছেন তাঁরা।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি ও বর্ধমানেও। আপাতত, শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে যে কারণে তাপমাত্রার এই উত্থান।

রাজ্য ভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাবনা:

রাজস্থান: আগামী ২৭ থেকে ২৮ ডিসেম্বর রাজস্থানের বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তর প্রদেশ: ২৭ থেকে ২৯ ডিসেম্বর অবধি মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশ জুড়ে। এর জেরে তাপমাত্রাও পতন হতে পারে। এই সময়েই রাজ্যের উপর দিয়ে শৈত্যপ্রবাহও বইতে পারে।

মধ্য প্রদেশ: আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মধ্য প্রদেশেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ ডিসেম্বর বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভ ও পশ্চিম মধ্য প্রদেশে।

ওড়িশা: পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওড়িশাতেও আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর অবধি হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফের কবে বঙ্গে শীত?

আপাতত বৃষ্টি কাঁটায় শীত আসছে না। ডিসেম্বরে আর হাড়কাঁপানো ঠান্ডা অনুভবের কোনও জায়গা নেই। তবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের কমবে পারদ। তখন দেখা মিলতে পারে শীতের। তবে শীত কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Amit Mitra tweet: বস্ত্রশিল্পে GST! কাজ হারাবেন লক্ষাধিক, টুইট অমিতের, পাল্টা তোপ বিজেপির