ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার শহরের কুখ্যাত তোলাবাজ শেখ বিনোদ ও পারভেজ

শেখ বিনোদ (Sheikh Vinod) দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। মূলত টালিগঞ্জ ও বাঁশদ্রোণীএলাকায় নির্মাণ ব্যবসা এবং বেআইনি কল সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত সে।

ভোটের মুখে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার শহরের কুখ্যাত তোলাবাজ শেখ বিনোদ ও পারভেজ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 16, 2021 | 10:28 PM

কলকাতা: শহর কলকাতার বুকে একাধিক বেআইনি কারবারে অভিযুক্ত কলকাতার দুই কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ ও তার সহযোগী পারভেজ হোসেনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার পুলিশের যৌথ অভিযানে বিনোদ ও পারভেজকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ।

পঞ্চম দফা নির্বাচনের ঠিক আগের দিন কৈখালী হয়ে একটি হন্ডা সিটি গাড়ি করে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল তার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে কোনও রাজনৈতিক হিংসা ছড়ানোর উদ্দেশ্যে তারা এসেছিল কিনা। সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে বিধান নগর পুলিশের গোয়েন্দা শাখা ও বাগুইআটি থানার পুলিশ।

প্রসঙ্গত, শেখ বিনোদ দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। মূলত টালিগঞ্জ ও বাঁশদ্রোণীএলাকায় নির্মাণ ব্যবসা এবং বেআইনি কল সেন্টার ব্যবসার সঙ্গে যুক্ত সে। দমদম জেল ভেঙে মায়ানমারের মাদক পাচারকারী বইখা কিমাকে পালাতে সাহায্য করার মূল পান্ডা এই শেখ বিনোদ। এর আগে তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জেল থেকে ছাড়া পাওয়ার পর টালিগঞ্জ এলাকায় অফিস খুলে নির্মাণের ব্যবসা শুরু করে বিনোদ। এর আগে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল, বিনোদের মদতে যাদবপুর এলাকায় মাসাজ পার্লারের আড়ালে মধুচক্র চলছে রমরমিয়ে। বছর খানেক আগে বাঁশদ্রোণী এলাকার সোনালি পার্কের একটি নির্মাণ ঘিরে বিনোদের বিরুদ্ধে তোলাবাজি হুমকির অভিযোগ ওঠে। পুলিশের কাছে অভিযোগও হয়। ওই এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় কয়েক জন রাজনৈতিক নেতার সঙ্গে বিনোদ খুব ভাল সম্পর্ক রেখে চলে।

আরও পড়ুন: পঞ্চম দফায় বেনজির নিরাপত্তা কমিশনের, ফ্রি-তে উবেরে চেপে ভোট দিতে যাওয়ার সুযোগও থাকছে

সম্প্রতি বেআইনি কল সেন্টার থেকে বিদেশে ফোন করে প্রতারণার ঘটনায় বিনোদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সেই মামলায় জামিন পাওয়ার পর ফের সক্রিয় হয়ে উঠেছে বিনোদ। পুলিশের দাবি, বিনোদ তার দলবল নিয়ে বিধান নগর এলাকায় এসেছে ভোটের জন্য। এর আগেও বিধান নগর এলাকায় একাধিক নির্বাচনে সে এবং তার সঙ্গীরা শাসক দলের হয়ে কাজ করেছে বলে অভিযোগ।

অন্যদিকে পারভেজও বিনোদের সঙ্গেই ধরা পড়েছে। কড়েয়া এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত এই পারভেজ।