Primary Education Board: সরাসরি জানানো যাবে সমস্যার কথা, ‘গ্রিভেন্স সেল’ তৈরি প্রাথমিক শিক্ষা পর্ষদের
Primary Education Board: প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর পর্ষদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
কলকাতা : রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) নতুন সভাপতি হিসেবে কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন গৌতম পাল (Goutam Pal)। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই গৌতম বাবু জানিয়ে দিয়েছিলেন গ্রিভেন্স সেল তৈরির কথা। সেই মতো এবার তৈরি করা হল গ্রিভেন্স সেল (Grievance Cell)। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানিয়েছেন পর্ষদের সেক্রেটারি রত্না বাগচি। এবার থেকে যে কোনও সমস্যার কথা জানানো যাবে এখানে। অনলাইনেও গ্রিভেন্স সেলে সমস্যার কথা জানানো যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর পর্ষদের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু জায়গা বেনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তায় বসে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সেই জট কাটানোর জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকারও। সম্প্রতি টেট চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকেও বসেছে রাজ্য সরকার।
এর আগে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে ছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই পদ থেকে সরানো হয়েছিল মানিক বাবুকে। এমনকী মানিক ভট্টাচার্যের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সম্প্রতি, মানিক বাবুর নামে লুক আউট নোটিসও জারি করেছে সিবিআই।
উল্লেখ্য, গৌতম পাল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আগামী দিনে পর্ষদের গতি প্রকৃতি কেমন হবে, তার একটি ধারণা দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামী দিনে সব কিছু স্বচ্ছভাবে হবে। এখন থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে এমন আশ্বাসও দিয়েছেন। সেই প্রতিশ্রুতির তালিকায় ছিল গ্রিভেন্স সেলের কথাও। সেই মতো মঙ্গলবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে গ্রিভেন্স সেল গঠনের কথা জানানো হল।