Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আজই বজবজে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

BudgeBudge Blast: রবিবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজের চিংড়িপোঁতা গ্রাম। ঘটনাস্থলে ২ জন মারা যান। পরে ইএসআই হাসপাতালের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।

Mamata Banerjee: আজই বজবজে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 6:34 PM

কলকাতা: বজবজে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনই নবান্ন সূত্রে খবর। বজবজ চিংড়িপোঁতা গ্রামে বিস্ফোরণ ঘটেছিল রবিবার রাতে। সেখানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক সেরেই বেরিয়ে যান নবান্ন থেকে। সূত্রের খবর, বজবজের দিকে রওনা হয়েছেন তিনি। যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বজবজে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। হঠাৎ করেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। যদিও এ বিষয়ে স্থানীয় দুই থানা মহেশতলা ও বজবজের পুলিশের দাবি, তাদের কাছে এখনও কোনও অফিশিয়াল মেসেজ আসেনি। তবে স্থানীয় তৃণমূল কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে দলীয় পতাকা লাগাতে শুরু করেছে।

রবিবার চিংড়িপোঁতার একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেখানে প্রচুর বাজি, বারুদ মজুদ করা ছিল বলে অভিযোগ। এই বিস্ফোরণে মারা যান বাড়ির কর্ত্রী ও তাঁর মেয়ে। আরও একজন ঝলসে যান। পরে ইএসআই হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে শোরগোল রাজ্যজুড়ে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ৯ মহিলা-সহ ৩৬ জন। সিআইডির হাতে তদন্তভার দেওয়া হয়েছে।

কিছুদিন আগে এগরায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ৯ জন মারা যান তাতে। তার রেশ কাটতে না কাটতেই আবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন তদন্তকারীরা। যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে প্রায় ৩৭ হাজার কেজি বাজেয়াপ্ত করা হয়েছে। বজবজ থানার পুলিশ ও মহেশতলা থানার পুলিশ একযোগে এই বাজি উদ্ধার করেছে।