Mamata Banerjee: ‘আমিও স্লেটে এক্ষুণি মালয়ালমে অ আ ই ঈ লিখে দিতে পারি’, রাজ্যপালকে বললেন মমতা

Governor House: বাংলা ভাষার হাতেখড়ি হল পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

Mamata Banerjee: 'আমিও স্লেটে এক্ষুণি মালয়ালমে অ আ ই ঈ লিখে দিতে পারি', রাজ্যপালকে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বর্ণপরিচয়। মঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2023 | 7:35 PM

কলকাতা: সরস্বতী পুজোর বিকেলে বাংলা ভাষায় হাতেখড়ি হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। রাজ্যপালের এই বাংলা ভাষা শেখার ইচ্ছাকে সম্মান জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনিও মালয়ালম ভাষায় লিখে ফেলতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “স্যর আপনি যেহেতু আজ বাংলা শুরু করলেন, আমিও কিন্তু মালয়ালম ভাষায় এক্ষুণি স্লেটে অ আ ই ঈ লিখে দিতে পারি। আমিও তার জন্য তৈরি।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সরস্বতী পুজোর শুভ মুহূর্তে উনি বাংলা শিখলেন আমরা গর্বিত। আমাদের মাতৃভাষা বাংলা। তাঁর এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।” একইসঙ্গে এই ‘হাতেখড়ি’র মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বর্ণপরিচয় তুলে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের মাতৃভাষা আমরা যেখান থেকে শিখি তা মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়। তার প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। আমি আপনাকে এই বই দিচ্ছি। আপনারও সুবিধা হবে।” পোডিয়াম ছেড়ে কিছুটা হেঁটে এসে তিনি নিজেই রাজ্যপালের হাতে তুলে দেন তা।

এরপরই আবারও পোডিয়ামে ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমুখে রাজ্যপালের কাছে জানতে চান, “আমার মালয়ালমও শিখতে শিখতে হয়ে যাবে তো?” চেয়ার থেকে তখন রাজ্য়পালও হাসিমুখে সম্মতিসূচক মাথা নাড়েন।

রাজ্যপালের সঙ্গে এই বাংলার বহু পুরনো সম্পর্ক। এই কলকাতায় তাঁর কর্মজীবনের শুরু। সে সময় তিনি এসবিআইয়ে চাকরি করতেন। শ্যামবাজার শাখায় ছিলেন তিনি। গত ২৩ জানুয়ারি সেখানে গিয়ে তিনি নস্টালজিক হয়ে পড়েন। বাংলা ও বাংলা ভাষার প্রতি তাঁর যে আবেগ, তাও তুলে ধরেন। এর আগেও একাধিকবার রাজ্যপাল বোসকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলা ভাষার প্রতি কতটা অনুরাগী। এমনকী স্পষ্ট বাংলাতে তিনি বলেছিলেন, “আমি বাংলা শিখব”। সারা বাংলা যেদিন বাগদেবীর আরাধনায় ব্রতী, সেদিন স্লেটে অ আ লিখে বাংলা শেখা শুরু করলেন রাজ্যের বর্তমান রাজ্যপাল। আরও একবার তাঁকে বলতে শোনা গেল, “আমি বাংলাকে ভালবাসি, বাংলার মানুষকে ভালবাসি।”