Fire: আনন্দপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
প্লাস্টিকের গোডাউনটি বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে বন্ধ গোডাউনের ভিতর কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।
কলকাতা: সরস্বতী পুজোর বিকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। দক্ষিণ কলকাতার আনন্দপুরে প্লাস্টিকের একটি গোডাউনে ভয়াবহ আগুন লাগে। যদিও গোডাউনটি বন্ধ থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার বিকালের এই অগ্নিকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তারপর দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল ৪টে নাগাদ আনন্দপুরের প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তারপর এলাকাবাসী দমকলে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ বাহিনী। তারপর দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে খবর, প্লাস্টিকের গোডাউনটি বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। তবে বন্ধ গোডাউনের ভিতর কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনাটি খতিয়ে দেখছে দমকলবাহিনী। প্লাস্টিক গোডাউনটির ভিতর অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখছে দমকল বাহিনী।
প্রসঙ্গত, দিন তিনেক আগে, ২৩ জানুয়ারি বজবজ জুটমিলে বিধ্বংসী আগুন লাগে। সেদিনও জুটমিলটি বন্ধ ছিল। বন্ধ জুটমিলের ভিতর থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীতে খবর দেন। তারপর দফায়-দফায় দমকলের ১০টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।