Mamata Banerjee: ‘ছোট্ট শিশুদের ক্ষেত্রে অনেকসময় দেখেছি…’, কালিয়াগঞ্জের ঘটনা বুঝে নিয়ে যুক্তি দিলেন মমতা
Kaliaganj Child Death: মুখ্যমন্ত্রী বললেন, 'ছোট্ট শিশুদের আমি অনেকসময় দেখেছি কোলে করে নিয়ে যায়। এটা হতে পারে। অনেক সময় পরিবারও অ্যাম্বুলেন্সে নেয় না। এটা জেনারেলি হয় না। এটা পরিবারের ইচ্ছার উপর হয়। এখন তো অ্যাম্বুলেন্স প্রচুর হয়েছে।'
কলকাতা: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj) এক শিশুর মৃত্যুর (Child Death) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ উঠেছে, ওই শিশুর বাবা নাকি টাকার অভাবে পাঁচ মাসের সন্তানের দেহ নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি। সেই নিয়ে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রমণ করেছেন রাজ্যকে। গতরাতেই তিনি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন। আজ সকালে স্থানীয় তৃণমূল নেতারাও গিয়েছেন শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে। মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। এসবের মধ্যেই সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করা হয়েছিল শিশুমৃত্যুর এই ঘটনা নিয়ে। প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী জানতে চাইলেন, কোথাকার ঘটনা। জিজ্ঞাসু চোখে চাইলেন। তারপর মুখ্যমন্ত্রীকে জানানো হয় অভিযোগের কথা।
বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রী জানতে চান, ‘একদম ছোট্ট শিশু কি?’ সম্মতিসূচক উত্তর পাওয়ার পর তিনি আবার বললেন, ‘ছোট্ট শিশুদের আমি অনেকসময় দেখেছি কোলে করে নিয়ে যায়। এটা হতে পারে। অনেক সময় পরিবারও অ্যাম্বুলেন্সে নেয় না। এটা জেনারেলি হয় না। এটা পরিবারের ইচ্ছার উপর হয়। এখন তো অ্যাম্বুলেন্স প্রচুর হয়েছে। রাজ্য সরকারের তরফে এবং সাংসদ তহবিলের টাকা থেকে প্রায় ৪০০-৫০০ অ্যাম্বুলেন্স করে দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সের তো কোনও ঘাটতি নেই। যদি কোনও ঘাটতি থাকে, সেটি স্থানীয় স্তরে ঘাটতি থাকতে পারে। কিন্তু আমি বলব, এগুলি দেখে নিতে। বা হয়ত এমনও হতে পারে, তিনটি অ্যাম্বুলেন্স সেই সময় তিন জায়গায় গিয়েছে। হয়ত সেই সময়ে ছিল না অ্যাম্বুলেন্স।’
উল্লেখ্য, কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে বিঁধতে শুরু করেছে বিরোধী শিবির। রাজ্যের পরিস্থিতির কথা তুলে ধরে নিশানা শানিয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও কালিয়াগঞ্জের ঘটনাকে অত্যন্ত খারাপ এবং এক বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করেছেন।