Adhir Ranjan Chowdhury: NEET ইস্যুতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের, জ্বলল কুশপুতুল, নেতৃত্বে সেই অধীরই

NEET: মৌলালিতে অধীর চৌধুরীর নেতৃত্ব বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। হাতে কালো পোস্টার, তাতে লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চেয়ারম্যান প্রদীপকুমার জোশীর পদত্যাগের দাবি। কংগ্রেসের দাবি, 'অসঙ্গতিপূর্ণ' নিট পরীক্ষা বাতিল করে করে পুনরায় পরীক্ষা নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখান কংগ্রেস কর্মীরা।

Adhir Ranjan Chowdhury: NEET ইস্যুতে কলকাতার রাজপথে বিক্ষোভ কংগ্রেসের, জ্বলল কুশপুতুল, নেতৃত্বে সেই অধীরই
অধীরের নেতৃত্বে প্রতিবাদ কংগ্রেসেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 4:51 PM

কলকাতা: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটে বেনিয়মের অভিযোগ তোলপাড় গোটা দেশ। এসবের মধ্যেই আবার বাতিল হয়েছে জুন মাসের ইউজিসি-নেট পরীক্ষা। জোড়া পরীক্ষা ইস্যুকে হাতিয়ার করে এবার অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে কলকাতার রাজপথে প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মৌলালিতে অধীর চৌধুরীর নেতৃত্ব বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা-কর্মীরা। হাতে কালো পোস্টার, তাতে লেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চেয়ারম্যান প্রদীপকুমার জোশীর পদত্যাগের দাবি। কংগ্রেসের দাবি, ‘অসঙ্গতিপূর্ণ’ নিট পরীক্ষা বাতিল করে করে পুনরায় পরীক্ষা নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখান কংগ্রেস কর্মীরা।

শুক্রবারই কলকাতায় বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস। এদিনের বর্ধিত সভায় শেষে সাংবাদিক বৈঠকে নিট পরীক্ষা ইস্যুতে হাতিয়ার করে কেন্দ্রকে একহাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেন, ‘প্রচুর ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। দেশ জুড়ে ৭৬ হাজার কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দুর্নীতির পথে গিয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়েছে। বড় দুর্নীতির একটা চক্র চলছে।’

শুধু কলকাতা শহরেই নয়, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার গোটা দেশব্যাপী প্রতিবাদে নেমেছে কংগ্রেস নেতৃত্ব। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে দিল্লি, লখনউ, জয়পুর, হায়দরাবাদ, পটনা-সহ দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের প্রতিবাদের ছবি ধরা পড়েছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে একটি নোটিস পাঠানো হয়েছে নিট সংক্রান্ত মামলায়। পরীক্ষা বাতিলের যে আর্জি উঠছে, সে নিয়ে কী ভাবছে এনটিএ, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থার থেকে।