Recruitment Scam: ‘কাকু’র পরই তাপস! আবারও কন্ঠস্বরের নমুনা নিলেন তদন্তকারীরা, বড় কোন পর্দাফাঁস?

Recruitment Scam: এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি  চালিয়েছিলেন।

Recruitment Scam: 'কাকু'র পরই তাপস! আবারও কন্ঠস্বরের নমুনা নিলেন তদন্তকারীরা, বড় কোন পর্দাফাঁস?
তাপস সাহার কন্ঠস্বরের নমুনা সংগ্রহImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2024 | 4:42 PM

কলকাতা:  কালীঘাটের ‘কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের পর এবার তেহট্টের বিধায়ক তাপস সাহার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে একটি কল রেকর্ড এসেছে। সেই কন্ঠস্বর মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। তথ্যের ভিত্তিতে তাপসের কন্ঠস্বরের স্যাম্পেল সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠালেন তদন্তকারীরা। 

এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি  চালিয়েছিলেন। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল সে সময়ে। পরীক্ষা করার জন্য সেই পুড়ে যাওয়া নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। ১৫ ঘণ্টার তল্লাশির পর সিবিআই বাড়ি থেকে বেরিয়ে গেলে লোক ডেকে মাংসভাত খাইয়েছিলেন তিনি।

তদন্তকারীদের দাবি, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। তৃণমূলের আরও একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তবে সিবিআই তল্লাশির পর তাপস দাবি করেছিলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

এর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের ‘কাকুর’ কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই নমুনা সংগ্রহ করতে গিয়ে বেশ কিছুটা বেগ পেতে হয় তদন্তকারীদের। আদালতের গণ্ডি পেরিয়ে সুজয়কৃষ্ণের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। তা সিএফএসএল-এ পাঠানো হয়। রিপোর্টে উল্লেখ করা হয়, সেই কন্ঠস্বর ‘কাকু’রই।