সামান্য বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু বঙ্গে

West Bengal Covid 19 Update: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯২ জন

সামান্য বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু বঙ্গে
দেশের করোনা সংক্রমণ স্থিতিশীল প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 12:10 AM

কলকাতা: নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কম ছিল সোমবার। যে কারণে দৈনিক আক্রান্তের সংখ্যাও একধাক্কায় কমে গিয়েছিল অনেকটাই। টেস্ট বাড়তেই মঙ্গলবার ফের বৃদ্ধি পেল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। যদিও সংক্রমণের হার বর্তমানে একেবারেই উদ্বেগজনক নয়। গতকালকের তুলনায় মৃত্যুর সংখ্যাও আজ কমেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯২ জন। গোটা রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১০ জনের। সক্রিয় রোগীর সংখ্যা আরও ২৫০ কমে তা নেমেছে ১২ হাজার ৫০৯-এ। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৯ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশে দাঁড়িয়ে। শেষ ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৭১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার বর্তমানে ১.৪৮ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।