Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪ জেলায় ১০ ছুঁতে পারল না আক্রান্তের সংখ্যা, বাংলার ১৪ জেলা মৃত্যুহীন, সংক্রমণ বাড়ল পাহাড়ে

West Bengal Covid 19 Update: দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ২৫-এর নীচে। শেষবার গত ১৫ এপ্রিল রাজ্যের দৈনিক মৃত্যু হয়েছিল ২২ জনের।

৪ জেলায় ১০ ছুঁতে পারল না আক্রান্তের সংখ্যা, বাংলার ১৪ জেলা মৃত্যুহীন, সংক্রমণ বাড়ল পাহাড়ে
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2021 | 8:28 PM

কলকাতা: দু’দিন পর ফের স্বস্তি দিয়ে ফের একবার ১৫০০-এর নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ। একই সঙ্গে দীর্ঘ ৭৮ দিন আবারও দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ২৫-এর নীচে। শেষবার গত ১৫ এপ্রিল রাজ্যের দৈনিক মৃত্যু হয়েছিল ২২ জনের। আশাব্যঞ্জক খবর আরও রয়েছে। ৪ জেলায় শুক্রবার সংক্রমিতদের সংখ্যা ১০ পেরোয়নি। নতুন করে কোনও মৃত্যু দেখতে হয়নি ১৪ জেলাকে। যদিও সংক্রমণ বেড়েছে দার্জিলিঙে।

শুক্রবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৭। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ২০ হাজার নীচে। বর্তমানে রাজ্যে সক্রিয়া আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭২৯ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ১৬৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৩ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬  জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩২ জন।বৃহস্পতিবার-৪, শুক্রবার-৮।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-৫।