Sukanta Majumdar: দণ্ডিকাণ্ডে প্রদীপ্তার শাস্তির দাবি, জাতীয় এসটি কমিশনকে চিঠি সুকান্তর
Balurghat: গত ৬ এপ্রিল তপন থানা এলাকার ২০০ জন মহিলা বিজেপিতে যোগ দেন। এদিকে ৭ এপ্রিল তিন আদিবাসী মহিলা দণ্ডি কেটে প্রায় ১ কিলোমিটার রাস্তা এসে তৃণমূলে যোগ দেন।
কলকাতা: আবারও জাতীয় এসটি কমিশনকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে দণ্ডিকাণ্ডে বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। কিন্তু তাঁরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নন বলেই দাবি সুকান্তর। মূল অভিযুক্তকে আড়াল করতে পুলিশ এই দু’জনকে গ্রেফতার করেছে বলে মত বিজেপির। দক্ষিণ দিনাজপুর জেলায় মহিলা তৃণমূলের তৎকালীন সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে এবার জাতীয় এসটি কমিশনকে চিঠি দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুক্রবার সুকান্ত মজুমদার তাঁর টুইটার হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। এর আগেও জাতীয় এসটি কমিশনকে একটি চিঠি লিখেছিলেন সুকান্ত। তখনও বালুরঘাটের ঘটনায় কেউ গ্রেফতার হননি। কমিশনকে বিষয়টি বিশেষ নজর দিয়ে দেখার আবেদন জানান।
Wrote to Hon’ble Chairperson of @ncsthq Shri Harsh Chouhan ji about the West Bengal Govt’s inaction against the main accused Smt Pradipta Chakraborty in the recent case of atrocities against tribal sisters who joined BJP. pic.twitter.com/gF7YhflNRb
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 14, 2023
এরইমধ্যে বুধবার রাতে বিশ্বনাথ দাস ও আনন্দ রায় নামে দুই যুবককে বালুরঘাট শহরের জলযোগ মোড় থেকে গ্রেফতার করা হয়। বালুরঘাট শহরের বাসিন্দা বিশ্বনাথ, আনন্দ তৃণমূলের নেতা। দু’জনই প্রদীপ্তার ঘনিষ্ঠ বলে খবর। তাঁদের গ্রেফতারির পর বিজেপি সরব হয়, প্রদীপ্তার গ্রেফতারির দাবি নিয়ে। সেই দাবি আরও জোরাল করে এবার জাতীয় এসটি কমিশনকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর চিঠি পাওয়ার পর জাতীয় এসটি কমিশন রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্টও তলব করে। তিনদিনের মধ্যে ডিজিপি মনোজ মালব্যকে রিপোর্ট জমা দিতে বলা হয়। এরইমধ্যে আবার বৃহস্পতিবার দু’জনের গ্রেফতারির পর নতুন করে চিঠি পাঠালেন সুকান্ত।
গত ৬ এপ্রিল তপন থানা এলাকার ২০০ জন মহিলা বিজেপিতে যোগ দেন। এদিকে ৭ এপ্রিল তিন আদিবাসী মহিলা দণ্ডি কেটে প্রায় ১ কিলোমিটার রাস্তা এসে তৃণমূলে যোগ দেন। এই দণ্ডিকে ‘প্রায়শ্চিত্ত’ বলেছিলেন তৎকালীন তৃণমূল মহিলা জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, “বিজেপি ভুল বুঝিয়ে ওদের হাতে পতাকা তুলে দিয়েছিল। সেই মহিলারাই ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য বিবেক দংশনে বালুরঘাট কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে জেলা পার্টি অফিসে এসেছেন।’