Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে কোনও অভিযোগ চায় না রাজ্য, তদারকিতে থাকবে জোড়া কন্ট্রোল রুম
Duare Sarkar: ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের শিবির।
কলকাতা: দুয়ারে কড়া নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (Panchayet Election 2023)। তার আগে ‘দুয়ারে সরকার’-এ (Duare Sarkar) কোনও ‘দাগ’ পড়ুক, চায় না রাজ্য সরকার। ‘পাড়ায় সমাধান’-এর ক্ষেত্রেও একই ভাবনা রয়েছে। নবান্ন সূত্রে খবর, তাই আগামী দুয়ারে সরকারের আগে একাধিক পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, জোড়া কর্মসূচির নজরদারিতে থাকছে জোড়া কন্ট্রোলরুম। নবান্নে থাকবে তা। দায়িত্বে থাকবেন আইএএস অফিসার। দুই কর্মসূচিতেই প্রশাসনিক স্তরের কোনও গাফিলতি বরদাস্ত করবে না নবান্ন। গাফিলতি প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হতে পারে দায়িত্বপ্রাপ্তকে বা দায়িত্বপ্রাপ্তদের।
দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান কর্মসূচিতে এসে যাতে কেউ কোনওভাবেই বঞ্চিত না হন বা কাউকে যাতে বিব্রত হতে না হয় সে দিকে নজর রেখেই কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য। এই কন্ট্রোল রুম থেকে জেলায় জেলায় চলা শিবিরগুলিতে চলবে নজরদারি।
প্রশাসনিক স্তরের কোনও কিছুতে অভিযোগ এলে তাও দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের বন্দোবস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার চেষ্টা করা হবে। সেক্ষেত্রেও এই কন্ট্রোল রুম থেকেই সংশ্লিষ্টদের নির্দেশ দেবে নবান্ন।
রাজনীতির কারবারিদের মতে, নানা দুর্নীতির অভিযোগে বিদ্ধ বর্তমান সরকার। সেখানে পঞ্চায়েত ভোটের আগে অনুষ্ঠিত হতে চলা তৃণমূল স্তরের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কর্মসূচিতে সামান্য ‘দাগ’ লাগলে আদতে তা সরকারের গায়েই লাগবে। সে কারণেই আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলা দুই সরকারি কর্মসূচিতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, দুয়ারে সরকার শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে পাড়ায় সমাধান ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।