পিকে’কেও ফেরত দিতে হবে কয়লা-গরু কাণ্ডের টাকা! বেনজির নিশানা শুভেন্দুর
বিজেপি (BJP) বাংলা জয় করলে 'ভাইপো'র কাছ থেকে নেওয়া কয়েকশো কোটি টাকা ফেরত দিয়ে যেতে হবে ভোটকুশলীকে। নাহলে বাংলার মানুষ তাঁকে ছাড়বে না। কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
কলকাতা: তিনি তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কিন্তু তাঁর মুখ থেকেই শোনা গিয়েছে, এবারের বাংলার ভোটে বিজেপি (BJP)-র পালে হাওয়া রয়েছে। রাজ্যের চতুর্থ দফার ভোটের দিন সকালে বিজেপির তরফে প্রকাশ করা ওই অডিও ক্লিপকে হাতিয়ার করতেই ফের আসরে নামেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।
জানান, যে অডিও ক্লিপ নিয়ে বিজেপি লাফালাফি করছে, সেটা আংশিক প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি। তার পরেই পিকের সাফ দাবি, “আবারও বলছি বাংলায় বিজেপি ১০০ আসন পেরবে না।” এদিকে তাঁর মন্তব্যকে হাতিয়ার করে এবার পিকেকে নজিরবহীন ভাবে নিশানা করলেন অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কটাক্ষ, বিজেপি বাংলা জয় করলে ‘ভাইপো’র কাছ থেকে নেওয়া কয়েকশো কোটি টাকা ফেরত দিয়ে যেতে হবে ভোটকুশলীকে। নাহলে বাংলার মানুষ তাঁকে ছাড়বে না। ঠিক কী বলেছেন শুভেন্দু?
শনিবার দমদমের বিজেপি প্রার্থীর সমর্থনে একটি জনসভা করেন শুভেন্দু। সেখানে থেকে তাঁর বিস্ফোরক দাবি, বিহারের ভোটকুশলীকে যে টাকার বিনিময়ে ‘ভাইপো’ কাজে নিয়ে এসেছিলেন তা আসলে কয়লা, গরু ও পাথর কাণ্ড থেকে পাওয়া অনৈতিক টাকা!
মাস কয়েক আগে প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন বাংলায় বিজেপি তিন অঙ্কের আসন পেলে এই পেশা থেকে তিনি সরে যাবেন। যা নিয়ে এদিন শুভেন্দুর কটাক্ষ, তেমনটা করা চলবে না। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর কথায়, “ভোটকুশলীকে বলব, আপনার ওই কর্পোরেট এজেন্সি তুলে দিলে হবে না। আপনি তোলাবাজ ভাইপোর কাছ থেকে কয়েকশো কোটি টাকা নিয়েছেন। কয়লার টাকা, গরুর টাকা, পাথরের টাকা। এগুলো আপনাকে ফেরত দিতে হবে। তখনই বাংলার লোক আপনাকে ছাড়বে। তার আগে নয়।”
এদিন পিকের ফাঁস হওয়া অডিয়ো ক্লিপ প্রসঙ্গে শুভেন্দুকে বলতে শোনা যায়, ”তৃণমূলের যে নৌকায় জল ঢুকছিল, সেই নৌকাকে পার করার জন্য তিনি একজন ভোটকুশলীকে ডেকে এনেছিলেন। সেই ভোটকুশলী এখন বলছেন মোদীজি ঝড় চলছে।…” তার পর তিনি যোগ করেন, “ভোট কুশলী বলছে, সব চলে যাচ্ছে জেতা খুব মুশকিল। তবে সে অডিয়ো বেরনোর পর উনি আবার বিকেলে টুইট করে বলেছেন বিজেপি ১০০ পেরবে না। ইনি নাকি কাজ ছেড়ে দেবেন ১০০ পেরিয়ে গেলে।” এর পর পিকে কে চ্যালেঞ্জের সুরে শুভেন্দু বলেন, “সেই ভোটকুশলীকে বলব আপনার ওই কর্পোরেট এজেন্সি তুলে দিলে হবে না। আপনি তোলাবাজ ভাইপোর কাছ থেকে কয়েকশো কোটি টাকা নিয়েছেন। কয়লার টাকা, গরুর টাকা, পাথরের টাকা। এগুলো আপনাকে ফেরত দিতে হবে।”
আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 4: গৃহবন্দি করা হোক মমতাকে, দাবি দিলীপের
প্রসঙ্গত, বিভিন্ন সভা থেকে সাংসদ তথা বকলমে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে বিভিন্ন সভা থেকে কয়লা কাণ্ড, গরু কাণ্ড নিয়ে আক্রমণ করতে শোনা গিয়েছে তৃণমূলত্যাগী শুভেন্দুকে। অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা সেই শুভেন্দু এবার সরাসরি অভিযোগ করলেন, সেই সব টাকার অংশ থেকে ভোটকুশলীকে অর্থ দেওয়া হচ্ছে। এখন তৃণমূল শিবিরের তরফে এর কী প্রতিক্রিয়া আসে সেটাই দেখার।