AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: শিল্পের জন্য সরকারি জমি নিয়ে ফেলে রাখলে কড়া পদক্ষেপ রাজ্যের, ১৫ দিনের মধ্যে শোকজ়

West Bengal Government: কোথায়, কাদের কাছে এই ধরনের জমি পড়ে রয়েছে, তার সমীক্ষার কাজও করা হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

Nabanna: শিল্পের জন্য সরকারি জমি নিয়ে ফেলে রাখলে কড়া পদক্ষেপ রাজ্যের, ১৫ দিনের মধ্যে শোকজ়
নবান্ন (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 9:47 PM
Share

কলকাতা: জমি নিয়ে শিল্প না করে যাঁরা ফেলে রেখেছেন, তাঁদের ১৫ দিনের মধ্যে শোকজ করার নির্দেশ দিল নবান্ন (Nabanna)। প্রশাসনিক সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের ইকোনমিক করিডোর (Economic Corridor) ও শিল্প সংক্রান্ত জমি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। রাজ্য সরকার (West Bengal Government) বা উন্নয়ন সংস্থার কাছ থেকে শিল্পের জন্য জমি নিয়ে ফেলে রাখা যাবে না বলে ওই বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, যাঁরা নির্মাণ কাজ শুরু করতে পারেননি, তাঁদের জমি কেড়ে নেওয়া হবে। বেসরকারি সংস্থাকে দিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সমীক্ষার কাজও করে ফেলেছে। কোথায়, কাদের কাছে এই ধরনের জমি পড়ে রয়েছে, তার সমীক্ষার কাজও করা হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

এর পাশাপাশি তাজপুর থেকে রঘুনাথপুর পর্যন্ত ঝাড়খণ্ড ঘেঁষা এলাকায় অর্থনৈতিক করিডর করার চিন্তা ভাবনাও রয়েছে রাজ্যের। প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে অর্থনৈতিক করিডোর তৈরির ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য। জানা গিয়েছে, এই করিডোরের দু’পাশে থাকা মূলত অকৃষি জমিকে চিহ্নিত করতে বলা হয়েছে। শিল্প তালুক গড়ে তুলতে, বিশেষ করে সিমেন্ট, ভোজ্য তেল,লোহ আকরিক শিল্পরে উপযোগী শিল্প বা অনুসারী শিল্প গড়ে তুলতেই এই জমি চিহ্নিত করতে বলা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, সরকারি জমি লিজ়ে নিয়ে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা বন্ধ করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা আগেই প্রকাশ করেছিল টিভি নাইন বাংলা। অনেক সময়েই দেখা গিয়েছে, সরকারের থেকে জমি লিজ় নেওয়ার পরেও সেখানে কোনও কাজ হয় না। অব্যবহৃত অবস্থায় খালি পড়ে থাকে জমিগুলি। সরকারি জমি যাতে এইভাবে লিজ়ে নিয়ে ফেলে রাখা না হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছিল আগেই। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে জমি সংক্রান্ত আইন সংশোধন করার প্রস্তাবে অনুমোদনও দেওয়া হয়েছে বলে খবর।