Advocate General: দেখা করতে চান বোস, অ্যাডভোকেট জেনারেলের ইস্তফা পেতেই ডাক পড়ল রাজভবনে
CV Ananda Bose: রাজভবন সূত্রে জানা যাচ্ছে, সেই ইমেল রাজভবনে আসার পর, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সামনাসামনি দেখা করতে বলেছেন রাজ্যপাল বোস। প্রসঙ্গত, সৌমেন্দ্রনাথ বর্তমানে বিদেশে রয়েছেন। বিদেশ থেকে ফিরে তিনি বোসের সঙ্গে দেখা করবেন বলে খবর।
কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (Advocate General) পদ থেকে ইস্তফা দিতে চেয়ে গতকালই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) ইমেল পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, সেই ইমেল রাজভবনে আসার পর, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সামনাসামনি দেখা করতে বলেছেন রাজ্যপাল বোস। প্রসঙ্গত, সৌমেন্দ্রনাথ বর্তমানে বিদেশে রয়েছেন। ফলে তিনি এখনই দেখা করতে পারছেন না রাজ্যপালের সঙ্গে। আগামী ১৭ নভেম্বর তিনি শহরে ফিরবেন। সূত্রের খবর, কলকাতায় ফেরার পর তিনি দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে।
প্রসঙ্গত, গতকালই অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সৌমেন্দ্রনাথের ইস্তফা দেওয়ার কথা প্রকাশ্যে এসেছিল। যদিও কী কারণে তিনি ইস্তফা দিতে চাইছেন, সেই বিষয়টি এখনও জানা যায়নি। বিদেশ থেকেই গতকাল ইমেলে রাজ্যপাল বোসের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর তারপর থেকেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে বর্তমান সরকারের আমলে এই নিয়ে পরপর তিনজন অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্র জমা পড়ল। এর আগে জয়ন্ত মিত্র ও কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এবার অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব ছাড়তে চেয়ে রাজ্যপালকে ইমেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়েরও। অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্রের কথা প্রকাশ্যে আসতেই বিরোধীরা শাসক শিবিরকে খোঁচা দিতে শুরু করে দিয়েছে।
আর এসবের মধ্যেই এবার ই-মেল মারফত অ্যাডভোকেট জেনারেলের ইস্তফাপত্রের প্রেক্ষিতে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে, সৌমেন্দ্রনাথের সঙ্গে সামনাসামনি দেখা করতে চান রাজ্যপাল। বিদেশ থেকে কলকাতায় ফিরলেই সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে খবর।