DVC vs Mamata: জল ছাড়ার ৭-৮ ঘণ্টা আগে জানানো হয়েছিল! মমতার অভিযোগ অস্বীকার ডিভিসির
Flood situation in several districts: রাজ্য সরকার যে অভিযোগ করছে সে বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।
কলকাতা: মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন ডিভিসি নাকি রাজ্যকে কিছু না জানিয়েই জল ছেড়ে দিয়েছে। অথচ, সেই অভিযোগ একেবারেই অস্বীকার করছে ডিভিসি কর্তৃপক্ষ। দামোদর ভ্যালি কর্পোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল সত্যব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার, সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, সেচ দফতরের আধিকারিক, এমনকী বিভিন্ন ব্লকের যাঁরা বিডিও রয়েছেন, তাঁদেরও জল ছাড়ার সাত থেকে আট ঘণ্টা আগে পর্যাপ্ত তথ্য জানানো হয়েছিল।
জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও পর্যাপ্ত তথ্য দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ডিভিসির বক্তব্য, ফ্লাড ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে যে কোনও সময় জল ছাড়ার আগে এই তথ্য জানানো হয় রাজ্য সরকারের আধিকারিকদের।
সত্যব্রত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “কেবল তাই নয়, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও এই বিষয়ে তথ্য তুলে ধরা হয়। কোন সময়ে কোন জায়গায় কত জল হবে তার একটা আনুমানিক রিপোর্ট দেওয়া হয় ওয়েবসাইটে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পর পাচটি নির্দিষ্ট জায়গায় কোন সময় কতটা জল হতে পারে তার একটা আনুমানিক হিসাব দেওয়া হয় ওয়েবসাইটে। রাজ্য সরকারের আধিকারিকদের সাম্প্রতিক সময়ে জল ছাড়ার ক্ষেত্রে সেই রকম রিপোর্ট দেওয়া হয়েছিল।”
রাজ্য সরকার যে অভিযোগ করছে সে বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।
এদিকে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে আজ আরও একবার কেন্দ্র এবং ডিভিসিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘যেভাবে এবারে জল ছাড়া হয়েছে, এটি একটি বড় অপরাধ। ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। ঝাড়খণ্ডের থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দু’দিন মিলিয়ে প্রায় ১০ লাখ কিউসেকের উপর জল ছেড়েছে কেন্দ্র।’
এতবার জল ছাড়া নিয়ে বেজায় চটে রয়েছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির এভাবে ‘না জানিয়ে’ জল ছাড়া নিয়ে আজ আরও একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। প্রয়োজনে যে রাজ্য ডিভিসির থেকে ক্ষতিপূরণ আদায় করে নেবে, তাও বুঝিয়ে দেন মমতা। বলেন, ‘এর আগে কখনও এত জল ছাড়া হয়নি। এটা ম্যানমেড ক্রাইম। যেভাবে জল ছাড়া হয়েছে তা অপরাধ। ডিভিসির ছাড়া জলে ৮ জেলা প্লাবিত। ড্রেসিং করলে বাংলার এই পরিণতি হত না। জলাধারগুলির সংস্কার করুক ডিভিসি। বছরে চার বার বন্যা হলে কী করব আমরা?’
ডিভিসির এই ইস্যু নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন মমতা। বিশেষ করে পুজোর আগে জেলার পর জেলা এই ভাবে বানভাসি হওয়ার বেজায় অসন্তুষ্ট মমতা। বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অনেক চিঠি লিখেছি। এর দায় ডিভিসিকে নিতে হবে। আমি নিজে চিঠি লিখব প্রধানমন্ত্রীকে। একটা রাজ্যকে কতবার ভাসাবে। পুজোর সময় লোকে আনন্দ করবে, নাকি গরু-ছাগল নিয়ে চিন্তা করবে। প্রধানমন্ত্রীকে আবেদন করব, বার বার যেন বাংলা বঞ্চিত না হয়। ডিভিসির ব্যাপারে কেন্দ্র ব্যবস্থা নিক। উৎসবের সময় বাংলার মানুষ দুঃখে আছে।’
আরও পড়ুন : Mamata Banerjee: ‘ম্যান মেড ক্রাইম’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন মমতা