HS New Syllabus: সরস্বতী প্রেসে চলছে ছাপানোর কাজ, উচ্চ-মাধ্যমিক নতুন বই কবে আসছে বাজারে?

HS New Syllabus: প্রসঙ্গত, নতুন শিক্ষানীতি অনুযায়ী একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে। আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসাবে। ৭০ নম্বর লিখিত পরীক্ষা, ৩০ নম্বর হবে প্র্যাকটিক্যাল। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর।

HS New Syllabus: সরস্বতী প্রেসে চলছে ছাপানোর কাজ, উচ্চ-মাধ্যমিক নতুন বই কবে আসছে বাজারে?
ফাইল ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 9:33 AM

কলকাতা: বদলে গিয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার কাঠামো। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটে সিমেস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই হিসাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছর দু’বার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু বই? তার কী হবে?

জানা যাচ্ছে, এপ্রিলের শুরুতেই বাজারে আসতে চলেছে উচ্চ-মাধ্যমিকের নতুন বই। নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। টেক্সট বুক করপোরেশনের সঙ্গেও বৈঠক শেষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ভাষার বই সরস্বতী প্রেসে ছাপাচ্ছে সংসদ। এপ্রিলের মধ্যেই তা পেয়ে যাওয়ার আশা সংসদের।

প্রসঙ্গত, নতুন শিক্ষানীতি অনুযায়ী একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে। আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসাবে। ৭০ নম্বর লিখিত পরীক্ষা, ৩০ নম্বর হবে প্র্যাকটিক্যাল। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টারে মিলিয়ে ৭০। প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে। প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে। ২০ নম্বর প্র্যাকটিক্যাল। ৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে। ৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে।