Weather Update: পরিষ্কার আকাশ দেখে বোকা বনবেন না, কিছুক্ষণ পরই ঘুরে যাবে খেলা! ঘ্যানঘ্যানে বৃষ্টি আর কতদিন?

Weather Forecast: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবারের মতো আজও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শীঘ্রই বৃষ্টি থেকে রেহাই মিলবে। আগামিকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রা।

Weather Update: পরিষ্কার আকাশ দেখে বোকা বনবেন না, কিছুক্ষণ পরই ঘুরে যাবে খেলা! ঘ্যানঘ্যানে বৃষ্টি আর কতদিন?
আজও নিস্তার নেই বৃষ্টি থেকে।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 9:27 AM

কলকাতা: এটা নাকি বসন্তকাল! ফুরফুরে রোদের বদলে আকাশজুড়ে শুধুই কালো মেঘের ঘনঘটা। কখনও ঝিরিঝিরি, কখনও ঝমঝমিয়ে, দিনভর চলছে বৃষ্টি। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। সোঁদা গন্ধ বাংলা জুড়ে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৮.২ ডিগ্রিতে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবারের মতো আজও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শীঘ্রই বৃষ্টি থেকে রেহাই মিলবে। আগামিকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই বাংলা ও ওড়িশায় ঝড়-বৃষ্টি হচ্ছে।

দক্ষিণবঙ্গে আগামিকাল থেকে বৃষ্টি থেকে রেহাই মিললেও, উত্তরবঙ্গ এখনই নিস্তার পাচ্ছে না। শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। শনিবার অবধি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে।

আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?

বৃহস্পতিবার: আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে ‘ঠান্ডা’ দিন-

বৃষ্টির জেরে রাজ্যজুড়েই তাপমাত্রার পতন হয়েছে। বুধবার দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি। মেদিনীপুর ও জলপাইগুড়িতে  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি। আলিপুর, কোচবিহারে  বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭।  শ্রীনিকেতনে ২২ ডিগ্রি, বাঁকুড়ায় ২২.৮ ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা।