প্রেসিডেন্সি-সহ অন্যান্য় সমস্ত প্রবেশিকা পরীক্ষা বাতিল, বড় ঘোষণা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

বুধবার সমস্ত উপার্চাযদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকের পরই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসিডেন্সি-সহ অন্যান্য় সমস্ত প্রবেশিকা পরীক্ষা বাতিল, বড় ঘোষণা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 11:56 PM

কলকাতা: চলতি বছর প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়ে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শুধু প্রেসিডেন্সি নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য যে যে শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়, সেই সবগুলিই বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। বুধবার সমস্ত উপার্চাযদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকের পরই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও দিনকয়েক আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশের সময়ই প্রবেশিকা হবে বলে জানিয়েছিল জয়েন্ট এন্ট্রাস বোর্ড। জানানো হয়েছিল, অগস্ট মাসের ৭ এবং ৮ তারিখ স্নাতক ও ১৪ তারিখ স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যদিও বুধবার উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেন ব্রাত্য বসু। শিক্ষা দফতরের সঙ্গে শলা-পরামর্শ ছাড়াই জয়েন্ট এন্ট্রাস বোর্ড এমন ঘোষণা করল? শিক্ষামন্ত্রীর এই প্রশ্নের মুখে পড়েন জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান।

আরও পড়ুন: ‘করোনাকে অবহেলা করা যাবে না’, নতুন মন্ত্রিসভাকে নির্দেশ মোদীর

এরপর শিক্ষামন্ত্রী ও শিক্ষা দফতরের সচিব বিষয়টি নিয়ে আলোচনা করতে উদ্যোগী হন জয়েন্ট এন্ট্রাস বোর্ডের সঙ্গে। করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি তোলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। তার ২৪ ঘণ্টার মধ্যেই জয়েন্ট এন্ট্রাস বোর্ড বিজ্ঞপ্তি জারি করে প্রবেশিকা পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করল। প্রেসিডেন্সির পাশাপাশি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির অন্যান্য যে যে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়, সবকটিই বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ‘জোকার’ সৌমিত্রর ‘পাগলামি’ না থামলে কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলীপের