Dengue Situation: পাঁচ বছরের রেকর্ড ভাঙল ডেঙ্গি, সবথেকে খারাপ পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়
Dengue Spike: ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বিক্ষিপ্ত কিছু খবর আসছে।
কলকাতা: বিগত পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিল ডেঙ্গি (Dengue)। উদ্বেগে স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, ২০২২ সালের নভেম্বরেই সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয় এ রাজ্যে। গত সাতদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৯৬। ২০১৭ সাল থেকে এই প্রথম বছরের ৪৪ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮০৫৭ জন। ২০১৭ সালের নিরিখে এটিও রেকর্ড। মশাবাহিত এই রোগে চলতি সপ্তাহে আক্রান্তের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও কলকাতা। চলতি বছরে আক্রান্তের নিরিখে প্রথমেই উত্তর ২৪ পরগনা। এরপর কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ।
৪৪ তম সপ্তাহে স্বাস্থ্য় দফতরের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। এখনও অবধি আক্রান্তের সংখ্যা ৯৯৯৩ জন। মুর্শিদাবাদে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। এখনও অবধি ডেঙ্গি আক্রান্ত ৫০৭৩ জন। এরপরই রয়েছে কলকাতা। চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৬৮১। এখনও অবধি আক্রান্ত ৫৪২৮ জন।
আক্রান্তের নিরিখে শীর্ষ পাঁচ …
উত্তর ২৪ পরগনা ৯৯৯৩
কলকাতা ৫৪২৮
হাওড়া ৫২১২
মুর্শিদাবাদ ৫০৭৩
হুগলি ৪৮৩১
যদিও এ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “শহর কলকাতায় ডেঙ্গির প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও বিক্ষিপ্তভাবে কিছু কিছু ডেঙ্গির খবর এখনও আসছে। এ ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে কাউকে কাউকে। বুধবারই বাংলাদেশ থেকে আগত এক মহিলার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বলে যেটা বলা হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট দেখা উচিত। ওই মহিলার শরীরে কো-মর্বিডিটি ছিল কি না সেটাও দেখা উচিত। কলকাতা পুরনিগম মশাবাহিত রোগ প্রতিরোধে সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করেছে। সেইমতো কাজ চলছে। তবু সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে।”
প্রসঙ্গত, বুধবারই কলকাতায় মৃত্য়ু হয় ৫৮ বছর বয়সী এক বাংলাদেশি মহিলার। বাংলাদেশের নারাইলের বাসিন্দা ছিলেন তিনি। বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে মারা যান ওই মহিলা। সেপসিস ও মাল্টি অর্গান ফেলিওর হয়ে ডেঙ্গি আক্রান্ত ওই রোগীর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। একইসঙ্গে হাসপাতাল সূত্রে জানা যায়, ওই মহিলা একাধিক রোগে ভুগছিলেন। কর্কট রোগ ছিল তাঁর। হেপাটাইসিস-বি ছিল।