Dilip on Firhad: নীল-সাদা রং করে ভোটে জিতবে ভাবছে, ফিরহাদকে খোঁচা দিলীপের

Firhad Hakim: ফিরহাদ হাকিম রেলকে দেওয়া চিঠিতে জানান, শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন জায়গায় নীল সাদা রং করা হচ্ছে।

Dilip on Firhad: নীল-সাদা রং করে ভোটে জিতবে ভাবছে, ফিরহাদকে খোঁচা দিলীপের
দিলীপ ঘোষ ও ফিরহাদ হাকিম।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 10:52 AM

কলকাতা: এবার মেট্রোর পিলারে নীল-সাদা রঙের প্রস্তাব নিয়ে রাজনৈতিক তরজা শুরু। কলকাতা মেট্রোর পিলারের রং নীল-সাদা করতে চেয়ে রেলকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার সেই চিঠিকে কটাক্ষ করে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বলেন, “ভাবছেন মেট্রোর পিলার নীল সাদা করে ভোটে জিতে যাবেন।” গত ১৮ জানুয়ারি ফিরহাদ হাকিম রেলকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি আবেদন করেন, মেট্রোর পিলারের রং বদলে নীল সাদা করা হোক। এই চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আর কিছু করার নেই। নীল সাদা রং করে ভাবছে ভোট জিতে যাবে। এখানে বিমানবন্দরে পাঁচিলের রং নীল হয়ে যায়। কারণ যে ঠিকাদাররা কাজ করেন, তাঁদের রাজ্য সরকারেরও কাজ করতে হয়। তাঁরা যদি এই রং না করেন, তাঁদের চাপ দেওয়া হয়। অন্যথায় কাজ পাবেন না। কাজ পেলেও বিল পাবেন না। তাই তাঁরা বাধ্য হয়ে নীল রং করেন। আর ওই রং তৈরি ও ডিস্ট্রিবিউশন দুই-ই পার্টির লোকজন করেন। এটা একটা বড় ব্যবসা। এটা ওদের ব্র্যান্ড হয়ে গিয়েছে। দেখাচ্ছে তৃণমূল কাজ করছে।”

ফিরহাদ হাকিম রেলকে দেওয়া চিঠিতে জানান, শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন জায়গায় নীল সাদা রং করা হচ্ছে। একাধিক সরকারি প্রকল্পেও এই রঙের ব্যবহার করা হচ্ছে। তাই মেট্রোর পিলারের রংও যাতে নীল সাদা করে দেওয়ার অনুমতি মেলে, সেই আবেদন করেন।

বৃহস্পতিবারই তৃণমূলের সাংসদ শান্তনু সেন জানিয়েছিলেন, রেলের পিলার নীল-সাদা করতে চেয়ে ফিরহাদ হাকিম রেলকে চিঠি দিয়েছেন। শান্তনু সেনের বক্তব্য, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জন্য অনেক কিছু করেছিলেন। মুখ্যমন্ত্রীর চালু করা বহু কাজ এখন বন্ধ রয়েছে বলেও দাবি করেন শান্তনু সেন। তবে বিরোধী শিবিরের কটাক্ষ, এসব করে সমস্ত কিছু নিজেদের মর্জিমাফিক চালানোর চেষ্টা করছে শাসকদল।