Ayan Shil: পুরসভার চাকরিতে অয়নই ‘মুশকিল আসান’, কমিশন দিলেই মিলত নিয়োগ?

ED: ইডির দেওয়া তথ্য অনুযায়ী পানিহাটি, হালিশহর, কামারহাটি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে অয়ন শীলের সংস্থার হাত ধরে।

Ayan Shil: পুরসভার চাকরিতে অয়নই 'মুশকিল আসান', কমিশন দিলেই মিলত নিয়োগ?
অয়ন শীল।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 1:06 PM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যখন একের পর এক চোখ ছানাবড়া হওয়ার মতো তথ্য সামনে আসছে, তখন পুরসভায় ভুয়ো নিয়োগ নিয়েও ইডি সূত্রে উঠে আসছে নানা তথ্য। ইডি (ED) সূত্রে খবর, পুরসভায় ভুয়ো নিয়োগেও ছিল কমিশনপ্রথা। পুরসভায় যে পদেই নিয়োগ হয়ে থাকুক না কেন, প্রত্যেক প্রার্থীর নিয়োগ বাবদ অয়ন শীল (Ayan Shil) ১ লক্ষ টাকা করে নিতেন। এটা অয়নের কমিশন ছিল বলেই ইডি সূত্রে তথ্য উঠে এসেছে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ৯০টি পুরসভায় অয়নের মাধ্যমে ৫ হাজারের বেশি নিয়োগ হয়েছে। এসএসসিতে নিয়োগ হয়েছে ১ হাজার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অয়নের আবার কমিশন ছিল আলাদা। এখানেই শেষ নয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কমিশন ছাড়াও আরও নানা পথে অয়নের পকেটে ঢুকত টাকা। আপাতত পুরসভায় নিয়োগে অয়নের ১২ কোটি টাকার লেনদেনের হিসাব সামনে এসেছে বলে ইডি সূত্রে খবর। তবে পুরোদমে তদন্ত শুরু হলে টাকার অঙ্ক বাড়বে বলেই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ইডির দেওয়া তথ্য অনুযায়ী পানিহাটি, হালিশহর, কামারহাটি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে অয়ন শীলের সংস্থার হাত ধরে। ২০১৮-১৯ অর্থবর্ষের আগে পর্যন্ত কলকাতা পুরনিগম বাদ দিয়ে রাজ্যের আর কোনও পুরনিগম বা পুরসভা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আওতাধীন ছিল না। ফলে সেই সময় এই পুরসভা বা পুরনিগমে নিয়োগের ক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান বা সেই প্রতিষ্ঠান গঠিত কমিটি ছিল শেষ কথা। পরবর্তী অর্থবর্ষ থেকে অবশ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আওতায় আসে এই নিয়োগ। নাম হয় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

অয়ন শীল নিজেকে প্রোমোটার বলে দাবি করলেও তাঁর এমন দাপটে কার্যত হতবাক তদন্তকারীরাও। অয়নের সংস্থা এবিএস ইনফোজোন নিয়োগের বিষয়গুলি দেখত। ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের ‘কনজারভেন্সি মজদুর’ পদে নিয়োগ তালিকার বাইরে থাকা অর্থাৎ এক্সেম্পটেড ক্যাটাগরির এক চাকরি প্রার্থীর নিয়োগ সংক্রান্ত চিঠি পাওয়া যায় অয়ন শীলের বাড়ি থেকে। শুধু একটা নয়, এরকম বহু পুরসভা কিংবা পুরনিগমে নিয়োগের অন্যতম মাথা অয়ন বলেই তদন্তকারীরা মনে করছেন।